‘কুলি’ ট্রেলারে আমির খানের ম্যাস লেভেল এন্ট্রিতে উচ্ছ্বসিত নেটিজেনরা
রজনীকান্ত–লোকেশ কানাগরাজের ছবিতে ঝলকেই বাজিমাত ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর
বহু প্রতীক্ষার অবসান। প্রকাশ্যে এল রজনীকান্ত অভিনীত অ্যাকশন থ্রিলার ‘কুলি’-র ট্রেলার। আর সেখানে এক ঝলকেই চমকে দিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। লোকেশ কানাগরাজ পরিচালিত এই ছবিতে ‘দাহা’ চরিত্রে অভিনয় করছেন আমির, ট্রেলারে যাঁর কোনও সংলাপ না থাকলেও তাঁর উপস্থিতিই যথেষ্ট ছিল উত্তেজনার পারদ চড়াতে।
ভক্তদের প্রতিক্রিয়া:
ট্রেলারে আমির খানের সংক্ষিপ্ত উপস্থিতি দেখে খুশি অনুরাগীরা। সোশাল মিডিয়ায় কেউ লিখেছেন, “#কুলি ট্রেলারে #আমিরখান দুর্দান্ত। সুপার ব্লকবাস্টার হবে নিশ্চিত। অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড স্কোর অসাধারণ, আর রজনীকান্ত আন্নাই ট্রেলারের হিরো।”
অন্য একজন লিখেছেন, “এই কয়েক সেকেন্ডের ঝলকই যথেষ্ট। আমির সাহেব এখন ‘বিস্ট মোড’-এ। লোকেশ কানাগরাজ ওনাকে যেন একেবারে নতুন লুকে তুলে ধরছেন।”
আরেকজন লিখেছেন, “আমির খানের দাহা লুক একেবারে কিলার! #CoolieUnleashed এ ওনার গ্লিম্পস দেখে বোঝা যাচ্ছে কী আসছে সামনে!”
রজনীকান্তের জন্যই রাজি হয়েছিলেন আমির!
Zoom-কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, “আমি কুলিতে একটি ক্যামিও করছি। রাজি হয়ে গেছি এক কথায়। কারণ এটা রজনী স্যারের ছবি। আমি ওনার ভীষণ ভক্ত। লোকেশ যখন বলল রজনী স্যারের সঙ্গে একটি ছোট চরিত্র আছে, তখন আমি চিত্রনাট্য না শুনেই রাজি হয়ে যাই।”
লোকেশের সঙ্গে আরও একটি ছবি
সাক্ষাৎকারে আরও এক চমক দেন আমির। জানান, লোকেশ কানাগরাজের সঙ্গে আরও একটি পূর্ণদৈর্ঘ্য ছবি করছেন তিনি। “লোকেশ যখন কাইথি শেষ করবেন, তখন আমরা একসঙ্গে একটি বড় ছবি শুরু করব আগামী বছরের দ্বিতীয়ার্ধে,” বলেন আমির।
বহুভাষায় মুক্তি পাচ্ছে ‘কুলি’
‘কুলি’ ছবিতে রজনীকান্ত ও আমির খানের পাশাপাশি রয়েছেন—নাগার্জুনা, সত্যরাজ, উপেন্দ্র, শ্রুতি হাসান, সোবিন সহির ও মনীষা ব্লেসির মতো তারকারা। ১৪ আগস্ট ২০২৫-এ ছবিটি মুক্তি পাচ্ছে তামিল, হিন্দি, তেলুগু ও কন্নড় ভাষায়।