প্রথম সিনেমা মুক্তির আগে মাকে হারানোর তীব্র যন্ত্রণা, তার উপর মানুষের কটু মন্তব্য এই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার ব্যক্তিগত শোক কীভাবে জনসাধারণের বিনোদনে পরিণত হয়েছিল।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে জাহ্নবীর মা, কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী মারা যান। এর মাত্র কয়েক মাস পরেই মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘ধড়ক’। ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, মাকে হারানোর পরও তাকে এবং তার বোন খুশি কাপুরকে সব সময় দৃঢ় থাকতে হয়েছে।
জাহ্নবী বলেন, “আমরা কখনোই বাইরের মানুষের কাছে আমাদের ভেঙে পড়া রূপটা প্রকাশ করিনি। আর তাই হয়তো মানুষ মনে করেছিল, আমরা মানুষ নই, আমাদের দিকে কাদা ছোঁড়া যায়। আমাদের প্রতি কোনো সহানুভূতি বা সমবেদনা ছিল না।”
তিনি জানান, তার ব্যক্তিগত শোকের সময় মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার বাড়তি নজর অসহনীয় হয়ে উঠেছিল। পাপারাজ্জিরা সারাক্ষণ তাদের অনুসরণ করত এবং প্রতিটি প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হতো।
জাহ্নবীর কথায়, “যদি সিনেমার প্রচারে গিয়ে হাসতাম, তাহলে বলা হতো আমি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে গেছি। আবার চুপ করে থাকলে বলা হতো আমি খুব ঠাণ্ডা মনের। এগুলো নিয়ে মিমও বানানো হয়েছিল, যা ছিল অকল্পনীয়। ভাবা যায়! মাকে হারানোর মতো একটা গভীর ব্যক্তিগত কষ্টকে অর্ধেক দেশের বিনোদনে পরিণত করা হয়েছিল। এটি ছিল আরও বেশি অকল্পনীয়।”
এই গভীর ব্যক্তিগত ক্ষতি পেরিয়েও জাহ্নবী অভিনয় জগতে নিজেকে শক্তভাবে ধরে রেখেছেন। বর্তমানে তার অভিনীত ‘পরম সুন্দরী’ সিনেমাটি প্রেক্ষাগৃহে চলছে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা।