প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মালদ্বীপের স্বচ্ছ জলরাশির মাঝে এখন অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সঙ্গে আছেন তার স্বামী সনি পোদ্দারও।
কাজের ব্যস্ততা থেকে অবসর নিয়ে মিম প্রায়ই ঘুরতে যান। কখনো একা, কখনো পরিবারের সঙ্গে; পৃথিবীর নানা প্রান্তে তার ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নায়িকা।
সমালদ্বীপে স্বামী সনির সঙ্গে মিমের কাটানো মুহূর্তগুলো নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশ পেয়েছে। হাসিমুখে দম্পতির ছবি দর্শকদের মন জয় করেছে।
মিম পোস্টে লিখেছেন, “আমাদের ভালোবাসা সমুদ্রের মতো গভীর।” শুক্রবার (৮ আগস্ট) রাতে করা এই পোস্টে প্রায় ১০ হাজার রিয়্যাক্ট ও ২৫০-এর বেশি কমেন্ট পড়েছে।
এক ভক্ত কমেন্টে লিখেছেন, “দুজনেই অনেক সুন্দর লাগছে,” তো আরেকজন ভালোবাসার ইমোজি দিয়ে মন্তব্য করেছেন, “স্বপ্নের মতো সুন্দর।”