ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার আবারও আলোচনায় এসেছেন বিয়ের খবরে। গত বছরের শেষের দিকে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল তার জীবনে। এরপর থেকে প্রেমিকের সঙ্গে খোলামেলাভাবেই সময় কাটাতে দেখা গেছে তাকে। পাহাড়-জঙ্গল ঘুরে ঘুরে প্রেমে মজেছেন দুজন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে জানালেন সুখবর, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মধুমিতার পাত্র দেবমাল্য চক্রবর্তী। এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে মধুমিতা বলেন, তিনি আপাতত বিয়ের সঠিক তারিখ প্রকাশ করতে চান না। এটি কিছুটা আড়ালে রাখতে চান। তবে খুব শিগগিরই বিয়ের আয়োজন হবে বলেও নিশ্চিত করেছেন। তিনি জানান, বিয়ের ভেন্যু ঠিক হয়ে গেছে, কিন্তু এখনো শপিং কিংবা অন্য কোনো প্রস্তুতি শুরু হয়নি। দুর্গাপূজা শেষে সব প্রস্তুতি শুরু হবে এবং এক-দেড় মাসের মধ্যেই সব আয়োজন সম্পন্ন করা হবে।
এর আগে মধুমিতা ইঙ্গিত দিয়েছিলেন, এই বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের শুরুর দিকেই বিয়ে হতে পারে। কারণ শীতকাল দুজনের কাছেই প্রিয় ঋতু। বিয়ের আগে পর্যন্ত পাহাড়ে ঘুরে স্মৃতি তৈরি করাই তাদের পরিকল্পনা।
বাংলাদেশেও মধুমিতা সমান জনপ্রিয়। স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তিনি দুই বাংলার দর্শক হৃদয়ে জায়গা করে নেন। তবে তার ব্যক্তিগত জীবনে রয়েছে ভিন্ন এক গল্প। মাত্র ১৮ বছর বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে সংসার শুরু করেছিলেন তিনি। কিন্তু ২০১৯ সালে বিচ্ছেদের মাধ্যমে সেই সংসারের সমাপ্তি ঘটে। এবার দেবমাল্যের হাত ধরে নতুন করে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী।