মডেল হুমাইরা আসগরের মৃত্যু রহস্য: মামলা দায়েরের নির্দেশ আদালতের

পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের মৃত্যু রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এতদিন পুলিশ এই ঘটনাকে 'অস্বাভাবিক মৃত্যু' হিসেবে তদন্ত করলেও, এবার আদালতের নির্দেশে এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে গণ্য করে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করাচির অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জজ (দক্ষিণ) পুলিশকে ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারায় মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন। অ্যাডভোকেট শাহজাইব সোহেলের করা একটি পিটিশনের ভিত্তিতে আদালত এই নির্দেশ দেন। পিটিশনে তিনি দাবি করেন যে, হুমাইরার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

সন্দেহ ঘনীভূত হওয়ার কারণ

গত ৮ জুলাই করাচির ডিফেন্স এলাকার একটি ভবনের চতুর্থ তলা থেকে হুমাইরার মরদেহ উদ্ধার করা হয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে অস্বাভাবিক মৃত্যু বললেও, নতুন কিছু তথ্য সামনে আসে। পিটিশনে বলা হয়েছে যে, মৃত্যুর পরও হুমাইরার ফোন মাসের পর মাস সচল ছিল। তার পরিচিত এক মেকআপ আর্টিস্টের কল তিনি ধরেননি, এবং পরে তার হোয়াটসঅ্যাপ প্রোফাইল ছবি হঠাৎ সরিয়ে ফেলা হয়। এই বিষয়গুলোই সন্দেহকে আরও গভীর করেছে। তাই পিটিশনে ওই মেকআপ আর্টিস্ট, হুমাইরার ভাইসহ আরও কয়েকজনকে তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়।

আগের শুনানিতে তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানিয়েছিলেন যে, ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং তারা ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। তবে নতুন নির্দেশের পর এখন পরিবারের সদস্যদের জবানবন্দি নেওয়া থেকে শুরু করে পূর্ণাঙ্গ মামলা করার পথ খুলে গেল।

শোবিজ মহল এবং ভক্তদের আশা, দীর্ঘদিনের এই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে পুলিশ খুব দ্রুত প্রকৃত সত্য সামনে আনবে।