৩২-এ মেগান ট্রেইনর: ২৭ কেজি ওজন কমিয়ে চিনতে পারছেন না খোদ ভক্তরাই!

আজ বিশ্বখ্যাত পপ তারকা ও গ্র্যামিজয়ী গায়িকা মেগান ট্রেইনরের জন্মদিন। ‘অল আবাউট দ্যাট বেজ’ খ্যাত এই গায়িকা আজ ৩২ বছরে পা দিলেন। তবে এবারের জন্মদিনে সবথেকে বেশি চর্চা হচ্ছে মেগানের নতুন লুক নিয়ে, কারণ এক ধাক্কায় ২৭ কেজি ওজন কমিয়ে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

 মেগান জানান যে গর্ভাবস্থায় তার ডায়াবেটিস ধরা পড়ার পর থেকেই তিনি নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন হন। সন্তানদের জন্য এবং দীর্ঘ সময় স্টেজ পারফর্ম করার শক্তি সঞ্চয় করতেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নেন। স্বামী ড্যারিল সাবারার সাথে মিলে কঠোর পরিশ্রম, সপ্তাহে তিন দিন জিম এবং প্রিয় কফি খাওয়া বাদ দিয়ে আজ তিনি একদম ফিট।

ওজন কমানোর পর প্রশংসার বদলে উল্টো অনেক নেতিবাচক সমালোচনার মুখেও পড়েছেন মেগান। তবে সেই নেতিবাচকতাকে থেরাপি আর গানের মাধ্যমেই মোকাবিলা করেছেন তিনি। তার নতুন গান ‘স্টিল ডোন্ট কেয়ার’-এ তিনি স্পষ্ট জানিয়েছেন যে অন্যের কথায় তিনি এখন আর কান দিতে নারাজ।

১১ বছর বয়স থেকে গান লেখা শুরু করা এই তারকা বর্তমানে দুই সন্তানের জননী এবং নিজের এই নতুন আত্মবিশ্বাসী রূপ নিয়ে তিনি আগের চেয়ে অনেক বেশি সুখী।