প্রথমবারের মতো বিশ্বসুন্দরীদের মঞ্চে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বিখ্যাত মডেল ও সমাজকর্মী নাহিন আইয়ুব। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তার এই অংশগ্রহণ শুধু সৌন্দর্যের নয়, বরং বিশ্ব দরবারে ফিলিস্তিনের এক নতুন পরিচয় তুলে ধরবে।
নাহিন আইয়ুব: সৌন্দর্য ও মানবতার প্রতীক
২৭ বছর বয়সী নাহিন আইয়ুব ২০২২ সালে মিস প্যালেস্টাইন খেতাব অর্জন করেন। সৌন্দর্য প্রতিযোগিতার বাইরেও তিনি একজন মানবিক কর্মী হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত ফিলিস্তিনি জনগণের দুঃখ-দুর্দশা এবং তাদের ঘুরে দাঁড়ানোর অদম্য চেতনার কথা তুলে ধরেন।
সম্প্রতি একটি পোস্টে তিনি লিখেছেন, "গাজাসহ পুরো প্যালেস্টাইন যখন হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমি সেইসব মানুষের কণ্ঠস্বর বহন করছি, যারা নীরব থাকতে অস্বীকার করে। আমি প্রতিটি ফিলিস্তিনি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি, যাদের শক্তি পুরো বিশ্বের দেখা উচিত।"
১৩৭টিরও বেশি দেশের প্রতিযোগীরা এই বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন। মিস ইউনিভার্স অর্গানাইজেশন এক বিবৃতিতে নাহিন আইয়ুবকে স্বাগত জানিয়েছে।