ফারুকীর সুস্থতায় সবার দোয়া চাইলেন তিশা
নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য কক্সবাজার থেকে ঢাকায় আনা হয়েছে। তার স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, জানিয়েছেন যে ফারুকী বর্তমানে আশঙ্কামুক্ত আছেন এবং তিনি সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) রাতে তিশা তার ফেসবুক পোস্টে জানান, কক্সবাজারে একটি মন্ত্রণালয়ের কর্মশালায় অংশ নেওয়ার সময় ফারুকী অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত কাজের চাপ, খাদ্যে অনিয়ম এবং পানিশূন্যতার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর জানান, ফারুকীকে রাতে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট ভালো এসেছে।
উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে।