কাজলের মন্তব্য: চেহারায় সার্জারি একেবারেই ব্যক্তিগত ব্যাপার, কটাক্ষ বন্ধ হোক
বলিউডে মুক্তি পেয়েছে পৃথ্বীরাজ সুকুমারনের পরিচালনায় নির্মিত ও জনপ্রিয় অভিনেত্রী কাজল অভিনীত নতুন ছবি ‘সারজামিন’। ছবিটিতে প্রথমবারের মতো কাজল পর্দা ভাগ করেছেন সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খানের সঙ্গে। এই ছবির প্রচারণা উপলক্ষে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হন কাজল, যেখানে তারকাদের চেহারায় সার্জারি, ফিলার্স ও বোটক্স নিয়ে নানা আলোচনা উঠে আসে। এ প্রসঙ্গে আত্মবিশ্বাসী ভঙ্গিতে নিজের মতামত জানান তিনি।
কাজল বলেন,
“আমার মনে হয় এটা যার যার ব্যক্তিগত বিষয়। যে যেমনভাবে নিজেকে দেখতে ভালোবাসেন এবং এতে আত্মবিশ্বাসী, তারা চাইলে সার্জারির মাধ্যমে চেহারায় পরিবর্তন আনতে পারেন। এটা কোনো বড় বিষয় নয়। ছুরি-কাঁচি চালিয়ে চেহারা বদলানোকে আমি একেবারেই নেতিবাচকভাবে দেখি না।”
অভিনেত্রী আরও যোগ করেন,
“আমার মনে হয় বয়স হওয়া নিয়ে এত দুশ্চিন্তার কিছু নেই। প্রকৃতির নিয়মে বয়স বাড়বে এবং এটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করা উচিত। জীবনের প্রতিটি বয়সের আনন্দ উপভোগ করতে জানতে হবে। যারা অল্প বয়সে মারা গেছেন তারা যে জীবনের দীর্ঘ সময়টুকু দেখতে পেলেন না, সেটাই আমাকে কষ্ট দেয়। তাই বয়স বাড়াটাকে আমি ভয়ানক কোনো বিষয় বলে মনে করি না।”
নারীদের পাশাপাশি পুরুষদেরও সার্জারির মাধ্যমে চেহারা বদলানোর প্রসঙ্গ নিয়ে কাজল বলেন,
“শুধু নারীরাই নন, পুরুষরাও অনেক সময় সার্জারির আশ্রয় নেন। কিন্তু তা নিয়ে তেমন কোনো আলোচনা হয় না, সমালোচনা করা হয় না। আমার মনে হয় তারকা হোন বা সাধারণ মানুষ—এটা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ। তাই এটি নিয়ে কটাক্ষ বা নেতিবাচক আলোচনা করা একেবারেই অর্থহীন।”
উল্লেখ্য, পৃথ্বীরাজ সুকুমারন পরিচালিত এই ছবিতে কাজল ও ইব্রাহিম আলি খানের পাশাপাশি আরও অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় শিল্পী। মুক্তির পর থেকেই ছবিটি বলিউডে বেশ আলোচনায় রয়েছে।