কাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনাল (এসিপি) নবীন নির্মাতাদের জন্য ‘ডিরেকশন-টিভি ড্রামা’ শীর্ষক একটি বিশেষ মাস্টারক্লাসের আয়োজন করেছে। এই কর্মশালার মূল উদ্দেশ্য হলো, নতুন প্রজন্মের যেসব প্রতিভাবান মানুষ নির্মাতা হতে চান কিন্তু শুরুটা কীভাবে করবেন বা সঠিক দিকনির্দেশনা কোথায় পাবেন এই দ্বিধায় ভোগেন, তাদের সেই বাধা দূর করা। এই মাস্টারক্লাসে প্রশিক্ষক হিসেবে আসছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও নাটক নির্মাতা চয়নিকা চৌধুরী, যিনি নবীনদের হাতেখড়ি দেবেন। এই আয়োজনে অংশগ্রহণকারীরা টেলিভিশন নাটক নির্মাণের মৌলিক কৌশল, টেলিভিশন ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার নিয়ম, তারকা শিল্পীদের প্রকল্পে যুক্ত করার সঠিক পদ্ধতি, বাজেট প্রণয়ন ও সময় ব্যবস্থাপনা, পেশাদার পরিচালক হয়ে ওঠার সম্পূর্ণ পথ এবং একজন পেশাদার পরিচালকের আয়ের চিত্র সম্পর্কে বিশদ ধারণা পাবেন। এসিপি'র প্রতিষ্ঠাতা মুহাম্মাদ আরিফুল ইসলাম জানিয়েছেন যে তাঁদের লক্ষ্য হলো সৃজনশীল পেশায় সফল ব্যক্তিত্বদের সঙ্গে এই পেশায় আসতে আগ্রহীদের সরাসরি যুক্ত করা। এই গুরুত্বপূর্ণ মাস্টারক্লাসটি ১০ অক্টোবর রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং এটি বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। সীমিত সংখ্যক, অর্থাৎ ৫০ জন এই আয়োজনে অংশগ্রহণের সুযোগ পাবেন ।