অভিনেত্রী কেয়া পায়েলের অভিনয় করার কোনো স্বপ্নই ছিল না, কিন্তু সেই অভিনয় জগতেই তিনি নিজের অবস্থান করে নিয়েছেন। বর্তমানে তিনি নাটক ও মডেলিং নিয়ে যেমন ব্যস্ত, তেমনি সফলভাবে সামলাচ্ছেন নিজের ব্যবসা।
বিদেশ ভ্রমণ ও ভিন্ন অভিজ্ঞতা
সম্প্রতি নেপালে একটি নাটকের শুটিং শেষ করেছেন কেয়া পায়েল। সেখানে তার সহশিল্পী ছিলেন জিয়াউল হক পলাশ। শুটিংয়ের ফাঁকে নেপালের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পেলেও তিনি জানান, কাজের চাপে বেশি ঘোরা হয়নি।
এর আগে তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেই অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “নিউইয়র্ক এক শহরে যেন হাজার শহরের গল্প ধরে রেখেছে। কনি আইল্যান্ডের আনন্দ, ম্যানহাটানের ব্যস্ততা আর নায়াগ্রার সৌন্দর্য সব মিলিয়ে অন্যরকম ভালো লাগা কাজ করেছে।”
বিদেশ ভ্রমণের ব্যক্তিগত অনুভূতি জানিয়ে তিনি আরও বলেন, “পৃথিবীর অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে। প্রতিবারই নিজেকে নতুনরূপে আবিষ্কার করেছি। তবে বিদেশে গেলে মাঝেমধ্যে দম বন্ধ লাগে, দেশে ফিরলেই শান্তি পাই।”
অভিনয় ও ব্যবসার ভারসাম্য
অভিনয়ের পাশাপাশি গত এক বছর ধরে কেয়া তার নিজের পার্লারের ব্যবসা নিয়ে ব্যস্ত। নাটক নিয়ে তার ব্যস্ততাও কম নয়। সম্প্রতি তার অভিনীত ‘অনেক দিন পরে’ নাটকটি ১৫ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। এছাড়াও, তৌসিফ মাহবুবের সঙ্গে অভিনীত ‘তুমি আমার বউ’ নাটকটিও বেশ প্রশংসা কুড়িয়েছে।
নিজের অভিনয় জীবনের সাত বছর পূর্তি উপলক্ষে কেয়া পায়েল বলেন, "দর্শকের পছন্দ-অপছন্দের কথা মাথায় রেখেই অভিনয় করছি। আমি বিশ্বাস করি, অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ভাঙতে পারলেই একজন প্রকৃত শিল্পী হয়ে ওঠা যায়।"
সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে শিক্ষাজীবন শেষ করার পর এখন তিনি ভালো কিছু কাজ উপহার দিতে চান। অভিনয়, ব্যবসা এবং ব্যক্তিগত জীবনকে সমানভাবে গুরুত্ব দিয়ে তিনি তার স্বপ্নের পথে এগিয়ে চলেছেন।