দীর্ঘ দুই বছরেরও বেশি সময়ের অপেক্ষা, সেন্সর বোর্ডের আপত্তি, বারবার পিছিয়ে যাওয়া মুক্তি-সব জল্পনার অবসান ঘটিয়ে আজ অবশেষে দর্শকের সামনে আসছে রায়হান রাফী পরিচালিত সিনেমা 'নূর'।

প্রেক্ষাগৃহে মুক্তির জন্য নির্মিত হলেও ছবিটি শেষমেশ স্থান পেল ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে। কিন্তু কেন এত দীর্ঘ গড়িমসি? পরিচালক রায়হান রাফী নিজেই ফাঁস করলেন তার ভেতরের কথা: "এই ছবিটা খুব অল্প টাকায় বানিয়েছি, আর ওটিটিতে বিক্রি করেছি দ্বিগুণ দামে! ব্যবসার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত।" রাফীর এই সোজাসাপটা স্বীকারোক্তি এখন টলিউডে আলোচনার জন্ম দিয়েছে।

'নূর'-এর ট্রেলার প্রকাশের পর থেকেই নায়ক আরিফিন শুভ'র চরিত্র নিয়ে দর্শকদের মনে জন্ম নেয় নানা প্রশ্ন। অনেকেই ধারণা করেছিলেন, তিনি একজন মানসিক রোগীর চরিত্রে অভিনয় করছেন। তবে অভিনেতা এই ধারণা একেবারেই নাকচ করে দিয়েছেন। তাঁর দাবি, "নূর কোনো মানসিক রোগী নয়, সে শুধু প্রেমে অন্ধ! আমাদের আশপাশের ছোট শহরের সরল প্রেমিকদের দেখেই আমি এই চরিত্রকে খুঁজে নিয়েছি।" চরিত্রের গভীরে প্রবেশ করতে শুভ একটি দৃশ্যের জন্য মাথা ন্যাড়া করার কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি জানান, 'কৌশল ব্যবহার না করে আবেগের মুহূর্তটা সত্যি করে তুলতেই এমন আত্মত্যাগ!'

অন্যদিকে, শান্ত ও স্নিগ্ধ শিউলির চরিত্রে অভিনয় করা জান্নাতুল ফেরদৌস ঐশীর কাছে 'নূর'-এর শুটিং ছিল ভিন্ন এক অভিজ্ঞতা। পাবনার ঐতিহ্যবাহী পুরোনো বাড়িগুলোর শান্ত পরিবেশ তাঁকে মুগ্ধ করেছিল। ছবিতে শিউলির ইমোশনাল জার্নি কঠিন হলেও সহশিল্পী হিসেবে আরিফিন শুভকে পাশে পাওয়ায় তিনি স্বস্তি পেয়েছেন। ঐশীর ভাষায়, "শুভ ভাইয়ার সঙ্গে কাজ মানেই নিরাপত্তা। উনি আমার কাছে মেন্টরের মতো।"

প্রায় তিন বছর ধরে আটকে থাকা এই ছবি দেরিতে মুক্তি পাওয়ায় এর আবেদন কমবে কি না, সেই প্রশ্নে শুভ’র উত্তর খুব স্পষ্ট: "প্রেমের অনুভূতি সময় মেনে চলে না! 'নূর' তেমনই একটি গল্প, যা দেখানোর মুহূর্তে সব সময়ই সমসাময়িক লাগে।"

আজ দুপুর ১২টা থেকে বায়োস্কোপ প্লাসে শুভ-ঐশীর সংবেদনশীল প্রেমকাহিনি কেমন সাড়া ফেলে, সেই অপেক্ষাতেই এখন দর্শক ও নির্মাতা।