পাঁচ মাসের বিরতি ভেঙে আবারও অভিনয়ে ফিরেছেন তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন। সম্প্রতি তিনি তিনটি নাটকে কাজ করেছেন। পড়াশোনা ও অভিনয়—দুটি ক্ষেত্রেই সমান গুরুত্ব দেওয়া এই শিল্পী মনে করেন, ধৈর্য এবং সময়ের সঠিক ব্যবহার জানা থাকলে এই দুটিকে একসাথে চালিয়ে যাওয়া সম্ভব।
পড়াশোনা ও অভিনয়কে যেভাবে সামলান
নওবা জানান, পরীক্ষার কারণে তিনি ঈদুল ফিতরের পর থেকে বিরতিতে ছিলেন। এই সময়ে তিনি অনেক ভালো কাজের প্রস্তাব পেলেও পড়াশোনার জন্য সেগুলো করতে পারেননি। তবে এই বিরতি তাকে নতুন করে কাজ করার জন্য উৎসাহ দিয়েছে। তিনি বলেন, “আমার জীবনে সব সময়ই পড়াশোনাকে গুরুত্ব দিয়েছি। আবার অভিনয় আমার পেশা। অভিনয় থেকে দূরে থাকতে কষ্ট হলেও পড়াশোনাটা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়।”
পড়াশোনা এবং অভিনয়ের ভারসাম্য প্রসঙ্গে নওবা বলেন, “দুটোকে গুলিয়ে ফেলি না। কাজের সময় কাজ, পড়াশোনার সময় পড়াশোনা। অভিনয়ে দীর্ঘ সময় দিতে হয়। তবে সেই সময়ের বাইরে আমি পড়াশোনা করি। দুটোকেই ভালোবাসি বলে ব্যালান্স করতে অসুবিধা হয় না।”
বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা
অভিনয়ে ফিরে তিনি 'দেয়াল', 'শেষ চিঠি' এবং 'প্রতীক্ষা' নামের তিনটি নাটকে কাজ করেছেন। এর মধ্যে প্রথম দুটি নাটকে তার সহশিল্পী পার্থ শেখ এবং অন্যটিতে আছেন প্রান্তর দস্তিদার।
টিভি নাটকের সংকট নিয়ে তিনি একমত নন। তার মতে, “টিভি নাটকে কোনো সংকট নেই বলে আমি মনে করি। ভালো ভালো নাটক এখন মুক্তি পাচ্ছে। দর্শক কাজগুলো দেখছেন। আমাদের ইন্ডাস্ট্রি খুবই সমৃদ্ধ। তবে নাটকের মানের দিকে খেয়াল রাখা জরুরি।”
ওটিটিতে কম কাজ করা প্রসঙ্গে তিনি জানান, সেখানে কাজের জন্য বেশি সময় দিতে হয় এবং তার কাছে সেই সময় ছিল না। তবে তিনি ওটিটির একজন বড় ভক্ত এবং সেখানে আরও বেশি কাজ করার ইচ্ছা আছে তার। তিনি বলেন, “নিরীক্ষাধর্মী কাজ আমার পছন্দের। এ কারণে বেশি বেশি নিরীক্ষাধর্মী কাজ করার ইচ্ছা রয়েছে। আগামীতে অসাধারণ সব কাজ আসুক।”