দ্বিতীয়বার বিয়ে করলেন অভিনেতা মাধমপট্টি রঙ্গরাজ, স্ত্রী জয় ক্রিজিলদা গর্ভবতী, আসছে প্রথম সন্তান


সম্পূর্ণ প্রতিবেদন:

তামিল অভিনেতা ও রাঁধুনি হিসেবে পরিচিত মাধমপট্টি রঙ্গরাজ আবারও বিয়ের পিঁড়িতে বসলেন। এবারে তিনি বিয়ে করলেন ফ্যাশন স্টাইলিস্ট জয় ক্রিজিলদাকে। চুপিসারে মন্দিরে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয় এই বিয়ে। তবে শুধু বিয়েই নয়, এর সঙ্গে আরও একটি খুশির খবর দিয়েছেন এই দম্পতি—তাদের ঘর আলো করে সন্তান আসছে ২০২৫ সালে।

জয় ক্রিজিলদা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘Baby Loading 2025’ লিখে গর্ভধারণের খবরটি শেয়ার করেন। পোস্টে তিনি জানান, তিনি এখন ছয় মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের ছবিতে দেখা যায়, ঐতিহ্যবাহী দক্ষিণী সাজে সেজেছেন দুজনই। জয়কে দেখা গেছে মাতৃত্বের আভায় উজ্জ্বল, আর রঙ্গরাজ তার কপালে সিঁদুর পরাচ্ছেন।

এই বিয়ে ঘিরে ইতোমধ্যে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ কিছুদিন আগেও রঙ্গরাজের প্রথম স্ত্রী শ্রুতি তাদের বিবাহবিচ্ছেদের গুঞ্জনকে অস্বীকার করেছিলেন। সে কারণে এই নতুন বিয়ে ঘিরে সৃষ্টি হয়েছে নানা আলোচনা।

তবে রঙ্গরাজ ও জয় এখন নিজেদের নতুন অধ্যায়ে বেশ খুশি বলেই বোঝা যাচ্ছে। মা-বাবা হিসেবে নিজেদের জীবনের পরবর্তী ধাপে এগোতে প্রস্তুত তাঁরা।