জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ভক্তদের জন্য এক দারুণ চমক নিয়ে আসছেন। একই সঙ্গে তার দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে একটি প্রেক্ষাগৃহে, অন্যটি ওটিটি প্ল্যাটফর্মে।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত 'ফেরেশতে' সিনেমাটি শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। লায়ন সিনেমাস এবং স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, সিনেমাটি চলতি মাসেই আসতে পারে। এই ছবিতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মানবিক গল্প তুলে ধরা হয়েছে। এতে জয়া আহসান ছাড়াও আরও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। এই সিনেমাটির সহ-প্রযোজকও জয়া নিজেই।
অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘জয়া আর শারমিন’। পিপলু আর খান পরিচালিত এই ছবিটি ১৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এখন দর্শকরা ঘরে বসেই সিনেমাটি উপভোগ করতে পারবেন। করোনা মহামারীর সময় দুই নারীর সম্পর্ক এবং তাদের মধ্যকার অদৃশ্য দেয়াল নিয়ে গড়ে উঠেছে এই সিনেমার গল্প।
জয়া আহসান সম্প্রতি বেশ কয়েকটি কলকাতার সিনেমার কাজ শেষ করেছেন। এই বছর তার যাত্রা শুরু হয়েছিল ওয়েব সিরিজ 'জিম্মি' দিয়ে। সবশেষ ১ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার অভিনীত 'পুতুলনাচের ইতিকথা'। একইসঙ্গে অভিনয় ও প্রযোজনায় নিজেকে বহুমুখী শিল্পী হিসেবে প্রমাণ করছেন জয়া।