সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের ‘পাগলি লুক’ নিয়ে যখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে, তখনই নতুন এক গ্ল্যামারাস লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। উস্কোখুস্কো চুল আর ময়লা পোশাকের সেই বিধ্বস্ত চেহারা সরিয়ে এবার তিনি ধরা দিয়েছেন একটি ঝকঝকে কালো বডি-ফিটিং গাউনে। পাথর বসানো নকশা আর চমৎকার হেয়ারস্টাইলে তাঁর এই আমূল পরিবর্তন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

সোমবার দুপুরে নিজের একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন কেয়া পায়েল, যেখানে একটি ছবিতে তাঁকে বিশ্বকাপ ট্রফির সাথেও দেখা গেছে। ধারণা করা হচ্ছে, গত ১৪ জানুয়ারি ঢাকার রেডিসন ব্লু হোটেলে ট্রফি প্রদর্শনের সময় এই ছবিগুলো তোলা হয়েছিল। তাঁর এই পোস্টের নিচে ভক্তরা নানা মজার মন্তব্য করছেন, কেউ কেউ তো কৌতুক করে বলছেন এই পাগলি এমন সুন্দর ড্রেস কোথায় পেল!

বর্তমানে কেয়া পায়েল সেই আলোচিত নাটকটি নিয়েই ব্যস্ত সময় পার করছেন, যেখানে তাঁকে চেনা ছন্দের বাইরে এক ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে। নাটকটির নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও জানা গেছে এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। পর্দার এই ‘পাগলি’ চরিত্র এবং তাঁর বাস্তব জীবনের গ্ল্যামারাস রূপের এই বৈপরীত্য দর্শকদের মাঝে নতুন কৌতূহল সৃষ্টি করেছে।