ভারতের ৭৬তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ২০২৬ সালের পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবারের মর্যাদাপূর্ণ এই তালিকায় শিল্পকলা ও চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আর মাধবন এবং টলিউড মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় এই ঘোষণা আসার পর থেকেই দুই তারকার ভক্তমহল এবং বিনোদন জগতে বইছে খুশির আমেজ।

এবারের পদ্ম তালিকায় মোট ১৩১ জন কৃতি ব্যক্তিত্ব স্থান পেয়েছেন, যার মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী প্রাপক রয়েছেন। বিশেষ উল্লেখযোগ্য যে, বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণী মেগাস্টার মামুট্টি এবং জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক পেয়েছেন পদ্মভূষণ সম্মান। শিল্পের বিভিন্ন শাখায় তাঁদের আজীবনের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়েছে।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও আর মাধবনের মতো অভিনেতাদের এই স্বীকৃতি ভারতীয় চলচ্চিত্রের বৈচিত্র্য ও সমৃদ্ধিকেই ফুটিয়ে তোলে। আর মাধবন যেমন দক্ষিণ ভারত থেকে বলিউড সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন, তেমনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দীর্ঘ চার দশক ধরে বাংলা সিনেমাকে নেতৃত্ব দিয়ে চলেছেন। তাঁদের এই প্রাপ্তি শুধু তাঁদের ব্যক্তিগত অর্জনই নয়, বরং পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।