এক সময়ের জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। তিনি নিয়মিত বিভিন্ন ব্যক্তিগত ও দেশের চলমান ইস্যু নিয়ে পোস্ট করেন।

দু'দিন আগে রাজনৈতিক বিষয়ে তার একটি পোস্ট নেটিজেনদের নজর কেড়েছিল, যেখানে তিনি বিভিন্ন সমাবেশে অশ্লীল স্লোগান ব্যবহারের বিষয়টি তুলে ধরেছিলেন।

তবে সম্প্রতি একটি 'ভাইরাল রিলস'-এর কারণে সোহেল রানা সমালোচনার মুখে পড়েছেন। গত বুধবার রাতে তিনি একটি পাকিস্তানি নারীর রিলস নিজের ফেসবুকে শেয়ার করেন। ভিডিওতে ওই নারী বলেন, “আপনার হোয়াটসঅ্যাপ নম্বর কী, বলেন আমি ফোন করছি। যে এই রিলস শেয়ার করবে, সব থেকে প্রথম তাকে ফোন করব।”

ভিডিওটি শেয়ার করার পাশাপাশি সোহেল রানা নিজের ফোন নম্বর ও দেশের নামও লিখে দেন। তার এই কাজ ভালোভাবে নেননি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

একজন মন্তব্য করেছেন, "হিরো, এই মেয়েটা হোয়াটসঅ্যাপে কল করবে, এজন্য আপনি তাকে ফোন নম্বর দিলেন। আমি অবাক হয়ে গেলাম।" অন্য একজন লিখেছেন, "স্যারের আইডি কি হ্যাক হলো নাকি? এই ধরনের পোস্ট তো ওনার ব্যক্তিত্বের সাথে যায় না।"

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এমন মন্তব্যের পর সোহেল রানা এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি।