তরুণ গায়িকা ও অভিনেত্রী পারশা মাহজাবীন জানালেন, তিনি বিয়ে করতে চান, তবে তার আগে প্রেমে পড়তে চান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার প্রেম ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

'আপনি কি প্রেম করছেন?' এমন প্রশ্নের জবাবে পারশা হেসে বলেন, "আমি প্রেমে পড়তে চাইছি, কিন্তু পারছি না।" তিনি জানান, তার পছন্দের ছেলেকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন। তবে মনের মতো কাউকে এখনো খুঁজে পাননি।

'মানুষকে কাস্টমাইজ করা যায় না'

পারশা মনে করেন, হয়তো তার চাহিদা অনেক বেশি, যে কারণে পছন্দের কাউকে খুঁজে পাচ্ছেন না। তিনি বলেন, "মানুষকে তো আর কাস্টমাইজ করা যায় না। এমন হতে পারে, আমি যেমনটা চাই তার চেয়ে একদম বিপরীত ধরনের কাউকে পছন্দ হয়ে গেল।"

তিনি জীবনকে নিজের মতো করে ভাবতে পছন্দ করেন এবং কোনো ধরাবাঁধা নিয়মে নিজেকে আটকে রাখতে চান না। যদি এমন কেউ আসে যার সঙ্গে তার ভালো বোঝাপড়া হয়, তাহলে তিনি নতুন করে ভাববেন।

গান ও অভিনয়: দুটোই একসঙ্গে

ক্যারিয়ারে গান এবং অভিনয় দুটোই চালিয়ে যেতে চান পারশা। তবে তিনি নিজেকে একজন গানের মানুষ হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি বলেন, "গান আমার অন্তরের সঙ্গে মিশে আছে। গান ছাড়া আমি অচল।"

পারশা জানান, তিনি সিনেমার জন্য একাধিক প্রস্তাব পেলেও এখনো বড় পর্দায় কাজ করতে চান না। তার মতে, সিনেমার জন্য আরও বেশি প্রস্তুতি দরকার। তিনি বলেন, "আমাকে অভিনয়ে আরও পাকা হতে হবে। নাটক থেকেই আমি শিখতে চাই, তারপর সিনেমা করব। কোনো কিছু নিয়েই আমার তাড়াহুড়া নেই।"