গানের মানুষ হিসেবে পরিচিত পারশা মাহজাবীন পূর্ণী এবার অভিনয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন। জাহিদ প্রীতমের পরিচালনায় নির্মিত তার অভিনীত প্রথম ওয়েব চলচ্চিত্র 'ঘুমপরী'-এর সাফল্যের পর, তিনি আবারও একই নির্মাতার নতুন কাজ নিয়ে হাজির হয়েছেন।

ক্লোজআপ 'কাছে আসার গল্প'-এর প্রথম নির্বাক চলচ্চিত্র 'একগুচ্ছ কদম'-এ পারশা অভিনয় করেছেন, যেখানে তার সঙ্গে আছেন প্রান্ত আবিদ। ৫ মিনিট ১৫ সেকেন্ডের এই শর্টফিল্মটিতে কোনো সংলাপ নেই, শুধু বৃষ্টির শব্দ আর খুদেবার্তার মাধ্যমে দুই শিল্পীর মধ্যকার আবেগ ও কথোপকথন ফুটিয়ে তোলা হয়েছে। শেষ দৃশ্যে একগুচ্ছ কদমের মাধ্যমে তাদের মিলন হয়।

মুক্তির মাত্র ২৩ ঘণ্টার মধ্যেই ইউটিউবে ২ লাখ ৮০ হাজার-এর বেশি ভিউ এবং ফেসবুকে প্রায় ৪ লাখ ভিউ নিয়ে ছবিটি দারুণ সাড়া পেয়েছে। ক্লোজআপ 'কাছে আসার গল্প' সবসময়ই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে, এবং এই নতুন নির্বাক চলচ্চিত্রটিও সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। প্রতি বছর বিশেষ দিবসে দর্শকদের আগ্রহ ধরে রাখতে ক্লোজআপ এখন প্রতি মাসেই নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে আসছে।