জীবনের শ্রেষ্ঠ সময় নিজের সঙ্গেই কাটাতে চান পলাশ! নিউইয়র্ক সফরে ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতার নতুন উপলব্ধি

জনপ্রিয় টিভি নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ‘কাবিলা’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। কিছুদিন আগেই তিনি গিয়েছিলেন কানাডায়। সেখানে সহশিল্পী পারসা ইভানার সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। এরপর সামাজিক মাধ্যমে দেখা যায় অভিনেতা মিশু সাব্বির ও কেয়া পায়েলের সঙ্গেও ছিলেন তিনি।

পারসা ইভানা ও কেয়া পায়েলের সঙ্গে তোলা কিছু ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন পলাশ, যা ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা ও নানা গুঞ্জন। সেই আলোচনা-সমালোচনার মাঝেই কানাডা থেকে সরাসরি উড়ে যান নিউইয়র্কে।

নিউইয়র্ক সফরে গিয়ে যেন নতুন করে জীবনকে অনুভব করছেন এই অভিনেতা। তার সাম্প্রতিক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টগুলো থেকে তেমনটাই বোঝা যায়। এক পোস্টে পলাশ লেখেন,
“আমার, আমাকে চেনার ইচ্ছেটা বেড়ে গিয়েছে। জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কাটাতে চাই একান্তই নিজের সঙ্গে।”

আরেকটি পোস্টে তিনি লেখেন,
“অল্প কয়টা দিন আমরা বাঁচি… এর ভেতরে এত জটিল ম্যাকানিজমের কী দরকার?”

এই কথাগুলোতে স্পষ্টভাবে ধরা পড়ে, জীবন ও নিজের প্রতি একটি গভীর উপলব্ধি তৈরি হয়েছে তার মধ্যে। ব্যস্ততার ফাঁকে নিজের সঙ্গে সময় কাটাতে চাইছেন পলাশ—এই সফর যেন তার জন্য এক ধরনের আত্ম-অন্বেষণ।

অন্যদিকে, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পঞ্চম সিজনের সম্প্রচার শুরু হয়েছে সম্প্রতি। সামাজিক যোগাযোগমাধ্যমে কাবিলা, পাশা, শিমুলদের সংলাপ ইতোমধ্যেই দর্শকদের মুখে মুখে ফিরছে। তবে এবারের সিজনে নেই পারসা ইভানা।

কারণ, পারসা ইভানা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানে অভিনয় নিয়ে একটি কোর্স করছেন বলে জানা গেছে। তাই আপাতত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনে অনুপস্থিত তিনি।

সব মিলিয়ে, পলাশের কানাডা ও আমেরিকা সফর যেন তার জীবনে এক নতুন বাঁক নিয়ে এসেছে। এবার নিজের সঙ্গে সময় কাটানো, আত্ম-উপলব্ধি ও জীবনের সরলতাকে বেছে নিতে চাচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা।