সাত বছরের দীর্ঘ বিরতির পর আবারও পরিচালনায় ফিরছেন হলিউডের জনপ্রিয় নির্মাতা শেন ব্ল্যাক। তার নতুন অ্যাকশন-থ্রিলার ছবি ‘প্লে ডার্টি’ আগামী ১ অক্টোবর প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে। এটি বিশ্বের ২৪০টিরও বেশি দেশে স্ট্রিমিং শুরু করবে।
ডোনাল্ড ই. ওয়েস্টলেকের জনপ্রিয় ‘পার্কার’ সিরিজ অবলম্বনে নির্মিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বাফটা জয়ী অভিনেতা মার্ক ওয়াহলবার্গ। ছবিতে ওয়াহলবার্গ 'পার্কার' চরিত্রে অভিনয় করছেন, যিনি প্রচলিত অপরাধীদের মতো প্রযুক্তি বা দুঃসাহসী কাণ্ডের বদলে মানুষের মনস্তত্ত্বকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন।
সিনেমাটির গল্পে দেখা যাবে, বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পার্কার প্রতিশোধের পথে নামেন। এই প্রতিশোধ নিতে গিয়ে তিনি তার সঙ্গী গ্রোফিল্ডকে নিয়ে জীবনের সবচেয়ে বড় ডাকাতির পরিকল্পনা করেন। এই মিশনে তাকে এক দক্ষিণ আমেরিকান স্বৈরশাসক, নিউইয়র্ক মাফিয়া এবং বিশ্বের অন্যতম ধনী এক ব্যক্তির বিরুদ্ধে লড়তে হবে।
মার্ক ওয়াহলবার্গ ছাড়াও ছবিতে লাকিথ স্ট্যানফিল্ড, রোজা সালাজার, কিগান-মাইকেল কি, চাকুডি ইওউজি, ন্যাট উলফ এবং থমাস জেন অভিনয় করেছেন। শেন ব্ল্যাকের এই প্রত্যাবর্তনে দর্শকমহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।