অন্তর্জালে ঝড় তুলেছে রাশমিকা মান্দানা অভিনীত নতুন সিনেমা ‘থাম্মা’–র আইটেম গান ‘পয়জন বেবি’। গানে রূপ ও নাচে মাতিয়ে দিয়েছেন বলিউড ডিভা মালাইকা আরোরা। ৫২ বছর বয়সেও তাঁর প্রাণবন্ত উপস্থিতি, নিখুঁত নৃত্যভঙ্গি ও অনবদ্য গ্ল্যামার দর্শকদের মুগ্ধ করেছে।

গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার অমিতাভ ভট্টাচার্য, সুর ও সংগীতায়োজন করেছেন শচীন-জিগর। কণ্ঠ দিয়েছেন জেসমিন স্যান্ডলাস, শচীন-জিগর এবং দিব্যা কুমার। প্রকাশের পর থেকেই গানটি ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ভিডিওতে মালাইকার সঙ্গে একই মঞ্চে দেখা গেছে ‘ন্যাশনাল ক্রাশ’ খ্যাত রাশমিকা মান্দানাকেও। তবে নেটিজেনদের একাংশের মতে, রাশমিকার প্রাণবন্ত পারফরম্যান্স সত্ত্বেও মালাইকার উপস্থিতির সামনে তা কিছুটা ম্লান লেগেছে। একজন মন্তব্য করেছেন, “রাশমিকা আর মালাইকা দু’জনেই অসাধারণ নেচেছেন, তবে মালাইকার আগুনঝরা এক্সপ্রেশনই নজর কেড়েছে।”

গানটির ভিজ্যুয়াল উপস্থাপন, সেট ডিজাইন এবং রঙিন কোরিওগ্রাফি দর্শকদের চোখে এক উজ্জ্বল বলিউডীয় জৌলুস এনে দিয়েছে। মালাইকার এই কামব্যাক পারফরম্যান্সকে অনেকে তাঁর ক্যারিয়ারের অন্যতম আকর্ষণীয় আইটেম নম্বর বলেও উল্লেখ করছেন।

আদিত্য সরপোদ্দার পরিচালিত ‘থাম্মা’ ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের পঞ্চম কিস্তি। এর আগে এসেছে স্ত্রী (২০১৮), ভেদিয়া (২০২২), মুঞ্জিয়া এবং স্ত্রী ২ (২০২৪) যেগুলো দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল।

দীনেশ ভিজানঅমর কৌশিক প্রযোজিত এই চলচ্চিত্রে রহস্য, ভৌতিক রোমাঞ্চ ও হাস্যরসের মিশেলে তৈরি করা হয়েছে নতুন গল্পের জগৎ। সিনেমাটি মুক্তি পাবে ২১ অক্টোবর প্রেক্ষাগৃহে।
সূত্র: হিন্দুস্তান টাইমস