একসময় বাংলা ছবির পর্দা কাঁপিয়েছেন যিনি, সেই প্রিয়াঙ্কা ত্রিবেদী আজ হঠাৎই যেন টলিউড থেকে হারিয়ে যাওয়া এক নস্টালজিয়া!
জিৎ-এর বিপরীতে 'সাথী'-র মতো ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। কিন্তু ২০১১ সালে 'হ্যালো মেমসাহেব'-এর পর টালিগঞ্জ থেকে একরকম উধাও হয়ে যান তিনি। দর্শকেরা ভেবেছিলেন হয়তো অভিনয় জগৎকেই বিদায় জানিয়েছেন প্রিয় নায়িকা। তবে আসল খবরটা ভিন্ন!
২০০৩ সালে কন্নড় ছবির জনপ্রিয় তারকা উপেন্দ্র রাওকে বিয়ে করার পরই তাঁর জীবনে আসে বড় বাঁক। প্রিয়াঙ্কা ত্রিবেদী থেকে তিনি হয়ে ওঠেন প্রিয়াঙ্কা উপেন্দ্র, এবং ঘাঁটি গাড়েন বেঙ্গালুরুতে।
অভিনয় না ছেড়েই, তিনি তামিল ও কন্নড় সিনেমায় মনোযোগ দেন, যেখানে 'এইচ টু ও', 'আইস', এবং সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'কামারো ২' ছবিতে অভিনয় করে আজও দাপটের সঙ্গে কাজ করছেন।
স্বামী, ছেলে আয়ুষ এবং মেয়ে ঐশ্বর্যাকে নিয়ে সংসার সামলেও প্রিয়াঙ্কা প্রমাণ করেছেন-তিনি বাংলা থেকে দূরে থাকতে পারেন, কিন্তু লাইমলাইট থেকে নয়! তাঁর এই নতুন পরিচয় ও সাফল্যের গল্প নিঃসন্দেহে পুরোনো দর্শকদের ভাবাবে।