কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী গান দিয়েই বরাবর শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন। একক সংগীত তো বটেই, বহু সিনেমায়ও প্লেব্যাক করেছেন তিনি। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’-এর শেষ সিজনে বিচারকের আসনেও দেখা গিয়েছে তাকে। সব মিলিয়ে তিনি পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিয়ে চলেছেন।

তবে সম্প্রতি ইমন নিজেই এক উল্টো মন্তব্য করে আলোচনায় এলেন। মেখলা দাসগুপ্তের পডকাস্ট ‘লেটস টক উইথ মেখলা’-এ তিনি বলেন, “একটা পুরুষের শক্তির কাছে একজন নারী কখনোই পারবে না।”

ইমন ব্যাখ্যা করেন, নারীরা পুরুষদের মতো পরিশ্রম করতে পারলেও তাদের শারীরিক সীমাবদ্ধতা এবং মাসিক চক্রসহ হরমোনাল পরিবর্তনের কারণে পুরোপুরি সমান হতে পারে না। তিনি বলেন, “মেয়েদের মধ্য দিয়ে প্রতিটি মাসে যে শারীরিক ও মানসিক পরিবর্তন আসে, তা একটি পুরুষকে পার হতে হয় না। সেই জায়গায় আমরা কখনো সমান নই।”

তিনি আরও বলেন, নারীদের জন্য এটি প্রথম লড়াই নিজেকে প্রমাণ করার। “আমার নিজেকে প্রমাণ করতে হবে যে, আমি তোমার সমান। আমাকে কেন প্রমাণ করতে হবে? আমি যেমন আমি তেমন। তুমি আমাকে কিভাবে দেখছো, তার ওপর আমি নির্ভর করছি না। আমি এটা সব সময় মনে করি।”

ইমন চক্রবর্তীর এই বক্তব্য শুনে নেটিজেনরা তাকে সমর্থন ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, “কেউ বুঝবে না এটা, আর সে কারণেই আপনি এত সাফল্য পেয়েছেন।” অন্য একজন লিখেছেন, “এই কথাটা কেউ বলল। প্রমাণ করতে চাওয়া মানেই আগের মতো সেট করে দেওয়া যে আমরা পিছিয়ে। তাই আমরা তোমাকে প্রমাণ দিচ্ছি যে, আমরা এগিয়ে।”

ইমন চক্রবর্তীর এই সোজাসাপ্টা ও বাস্তবমুখী বক্তব্য নারীদের শক্তি ও সীমাবদ্ধতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনার সূত্রপাত করেছে।