ঋত্বিকা কোন পথে? রাজনীতির গুঞ্জন সরিয়ে ক্যামেরার সামনে ফেরার বার্তা দিলেন অভিনেত্রী

বিধানসভা নির্বাচনের আগে গুঞ্জন উঠেছিল—রাজনীতির ময়দানে দেখা যেতে পারে ঋত্বিকা সেনকে। কেউ কেউ বলেছিলেন, ২১ জুলাইয়ের রাজনৈতিক মঞ্চে দেখা মিলতে পারে তার। তবে সব জল্পনায় আপাতত জল ঢেলে দিলেন অভিনেত্রী নিজেই। ওই অনুষ্ঠানে তাকে দেখা যায়নি। বরং এসময় তিনি ব্যস্ত ছিলেন এক নতুন ছবির শুটিংয়ে।

ঋত্বিকা এবার আসছেন আতিউল ইসলাম পরিচালিত একটি থ্রিলার ঘরানার ছবিতে। নাম মহরত। এখানে তার বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা মীর। আরও রয়েছেন দেবলীনা দত্ত, রজতাভ দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, অনিন্দিতা সোম এবং দেবরাজ ভট্টাচার্য।

ছবির গল্প ঘিরে আছে রহস্য আর উত্তেজনা। কলকাতা থেকে ৫০ কিলোমিটার দূরে একটি শহরে গুলি করে খুন করা হয় জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় একজন নামকরা পরিচালক। খুনের তদন্তের সঙ্গে জড়িয়ে পড়ে মিডিয়া। যত এগোয় তদন্ত, তত জট খুলতে থাকে সম্পর্ক, প্রতিশোধ, প্রতারণা ও ক্ষমতার চোরাগলি।

ঋত্বিকা এই ছবিতে অভিনয় করছেন মোহর নামের এক প্রতিবাদী রিপোর্টারের চরিত্রে। তার ভাষায়, “মোহর খুব সাহসী একজন মেয়ে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা তার স্বভাব। ছবিতে আমি দেখাব, কীভাবে একজন রিপোর্টার মিথ্যার মুখোশ খুলে সঠিক সত্যটা তুলে ধরার চেষ্টা করে।”

এই লড়াইয়ে মোহরের পাশে থাকবে ঈশান চরিত্রটি, যেটি করছেন মীর। যদিও ছবির মুক্তির নির্দিষ্ট তারিখ এখনও ঘোষিত হয়নি, তবে নির্মাতারা জানিয়েছেন, চলতি বছরেই ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে এখনো কোনো স্পষ্ট মন্তব্য করেননি ঋত্বিকা। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে—এই মুহূর্তে তিনি কোন পথে হাঁটছেন? রাজনীতির হাতছানি উপেক্ষা করে কি আপাতত সিনেমার দুনিয়াতেই মনোযোগী থাকছেন ঋত্বিকা? সেই উত্তর সময়ই দেবে।