পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। সম্প্রতি একটি পডকাস্টে এসে মিথিলা এই বিষয়ে খোলামেলা কথা বলেছেন, যা সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
বর্তমানে শোনা যাচ্ছে, মিথিলা আর সৃজিত নাকি একসঙ্গে থাকছেন না। এই গুঞ্জন প্রসঙ্গে মিথিলা পডকাস্টে জানান, "গত বছরের জুলাই মাসের পর থেকে আমি আর কলকাতায় যাইনি। কারণ আমার ভিসা নেই।" তার এই মন্তব্যটিই মূলত তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার জল্পনা বাড়িয়েছে।
পডকাস্টের সঞ্চালক সরাসরি মিথিলার কাছে জানতে চান, সৃজিত এখনও তার স্বামী আছেন কিনা। উত্তরে মিথিলা কৌশলী হন এবং বলেন, "এই কথা তো অনেকে বলছে, আমি কিছু বলতে চাই না।" তবে তিনি এও নিশ্চিত করেন যে, এখনও তার পাসপোর্টে সৃজিতের নাম আছে।
'ডক্টর' উপাধি পাওয়ার পর এটিই ছিল মিথিলার প্রথম প্রকাশ্য উপস্থিতি, যেখানে তিনি তার ব্যক্তিগত জীবনের অনেক অজানা দিক নিয়ে কথা বলেছেন।