গত রোববার (২৮ সেপ্টেম্বর) অভিনেতা রণবীর কাপুর তার ৪৩তম জন্মদিনে সবচেয়ে বিশেষ উপহারটি পেলেন তার প্রিয়জনের কাছ থেকে। ভক্তদের মনে কৌতূহল ছিল কে দিয়েছে এই উপহার, আর সোমবার (২৯ সেপ্টেম্বর) রণবীর নিজেই জানালেন সেই সৌভাগ্যবতীর নাম তার ছোট্ট মেয়ে রাহা কাপুর

রণবীর জানান, জন্মদিনে তিনি তার মা, স্ত্রী আলিয়া ভাট এবং মেয়ে রাহার সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছেন। রণবীর বলেন, "এর চেয়ে ভাল কি-ই বা চাইতে পারতাম জন্মদিনে!"

৪৬টি চুমু ও বাবার প্রতি ভালোবাসা

অভিনেতা জানান, তার তিন বছর বয়সী মেয়ে রাহা তাকে জন্মদিনে ৪৩টি চুমু দিয়েছে প্রতিটি বছর বয়সের জন্য একটি করে চুম্বন। এর সঙ্গে রাহা বাবাকে একটি হাতে লেখা চিঠিও উপহার দেয়, যেখানে সে লিখেছে, "তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।"

রণবীরের শেয়ার করা ছবিতে দেখা যায়, তার স্ত্রী আলিয়া ভাট মেয়ের জন্য কেক সাজাচ্ছেন। রাহা ছোটবেলা থেকেই বাবার ভক্ত এবং প্রায়ই তাকে বাবার কোলে বা পাশে খেলা করতে দেখা যায়। এই অভিনব উপহারে রণবীর কাপুর তার জন্মদিনের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন।