ঢালিউডের বরেণ্য অভিনেত্রী রোজিনা দীর্ঘদিন বড় পর্দায় নিয়মিত না থাকলেও চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন কর্মকাণ্ডে সব সময়ই সক্রিয় ছিলেন। বিশেষ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে একাধিকবার কার্যকরী সদস্য পদে জয়ী হয়ে তিনি নিজের প্রভাব বজায় রেখেছেন। যদিও ২০২২-২৪ মেয়াদে দায়িত্ব গ্রহণের পরপরই ব্যক্তিগত কারণ দেখিয়ে হুট করে পদত্যাগ করে তিনি আলোচনার জন্ম দিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও তিনি আত্মপ্রকাশ করেছেন এবং সরকারি অনুদানে নির্মিত ‘ফিরে দেখা’ সিনেমার মাধ্যমে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন।

সম্প্রতি রোজিনা নতুন করে আলোচনায় এসেছেন একটি রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়ে। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী থিম সং উদ্বোধন অনুষ্ঠানে তাঁকে দেখা গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। যেখানে কনকচাঁপা, মনির খান এবং সাব্বির জামানের মতো জনপ্রিয় সংগীতশিল্পীদের পাশাপাশি রোজিনার উপস্থিতি উপস্থিত দর্শকদের মাঝে এক ধরণের চমক সৃষ্টি করেছে।

রোজিনার এই রাজনৈতিক উপস্থিতি নিয়ে শোবিজ পাড়ায় এরই মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। মূলত চলচ্চিত্র শিল্পী সমিতির রাজনীতির সাথে তাঁর দীর্ঘদিনের সংশ্লিষ্টতা এবং অতীতে নির্দিষ্ট প্যানেলের হয়ে কাজ করার পর এমন একটি বড় রাজনৈতিক আয়োজনে তাঁকে দেখা যাওয়ায় নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। অনুষ্ঠানে মুহিন, রাজীবের মতো শিল্পীরা উপস্থিত থাকলেও রোজিনার উপস্থিতিই ছিল সবচেয়ে আলোচিত বিষয়। ব্যক্তিগত কারণ দেখিয়ে শিল্পী সমিতির পদ থেকে সরে যাওয়ার পর সরাসরি এমন একটি প্ল্যাটফর্মে হাজির হওয়া নিয়ে ভক্তদের মাঝে বেশ কৌতূহল দেখা দিচ্ছে।