সেই অপূর্ণতাটুকুও যেন পূর্ণ হলো অবশেষে। প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় নায়িকা সাবিলা নূর। ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে এই নতুন জুটি বড় পর্দায় হাজির হয়েছেন। সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনায় আছেন সাবিলা।
সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ব্যক্তিত্ব, কাজ এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সেখানে নিজের স্বভাব সম্পর্কে খোলাখুলি জানাতে গিয়ে সাবিলা বলেন,
“অনেকে হয়তো আমাকে ব্যক্তিগতভাবে না জানলে বুঝতে পারেন না। আসলে আমি শুরু থেকেই কিছুটা ইন্ট্রোভার্ট। অনেক বড় স্পেসে গেলে বা ভিড়ের মধ্যে গেলে কখনো কখনো নার্ভাস হয়ে যাই। আবার কিছুটা কনফিউজড থাকি বা ভয় পাই। তবে এগুলো কোনো ভাব নয়, বরং আমার স্বভাবের অংশ।”
তিনি আরও বলেন,
“আমাকে অনেক সময় মনে হয় হয়তো একটু গম্ভীর বা দূরত্ব বজায় রাখছি, কিন্তু আসল বিষয়টা হলো—আমি ইন্ট্রোভার্ট হওয়ার কারণে নতুন জায়গায় মানিয়ে নিতে আমার সময় লাগে। তবে যখন কারো সঙ্গে ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ হই, তখন আমি একেবারেই ভিন্ন একজন মানুষ হয়ে যাই।”
বর্তমান কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও খোলামেলা ছিলেন সাবিলা নূর। তার ভাষ্যে,
“আমি এখন ভালো একটা সিনেমা করেছি। মানুষ আমাকে দেখছেন, পছন্দ করছেন। কিন্তু হয়তো এক বছর পর যদি আমার হাতে ভালো কোনো কাজ না আসে, তাহলে হয়তো মানুষ আমাকে মনে রাখবেন না। তাই আমি সবসময় চেষ্টা করি ভালো কাজ দিয়ে দর্শকদের কাছে টিকে থাকতে।”