নিজেকে কেন 'রানি' ভাবেন সাদিয়া আয়মান? সিক্রেট ফাঁস করলেন অভিনেত্রী!
"আমি শুধু একা নই, প্রতিটি মেয়েই কুইন!"-অভিনয় থেকে 'কুইন রিট্রিট' ট্যুর: গ্ল্যামারাস সাদিয়াকে নিয়ে তুমুল আলোচনা!

তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান এখন শুধু পর্দায় নয়, নিজের ব্যক্তিগত জীবনেও লাইমলাইট কেড়ে নিচ্ছেন! ক্যারিয়ারের শুরু থেকেই নিজের চেষ্টায় এগিয়ে চলা এই অভিনেত্রী এখন পুরোপুরি 'সেলফ ডিপেন্ডেন্ট'। আর এই আত্মবিশ্বাস ও অর্জনের কারণেই তিনি নিজেকে এক বিশেষ নামে ডাকতে ভালোবাসেন-'কুইন'!

সাদিয়া খোলাখুলি জানিয়েছেন, কেন তিনি নিজেকে এত 'রানি রানি' মনে করেন। সাদিয়া বলেন, "আমি নিজের কাছে কুইন। সবসময়ই নিজেকে কুইন মনে করি। আর শুধু আমি না,আমার মনে হয় প্রতিটি মেয়েই নিজেদের কুইন ভাবতে পছন্দ করে।"

"অভিনয়ই আমার পেশা। নিজের আয় দিয়ে নিজের খরচ নিজেই চালাই—চলাফেরা, শপিং, ঘোরা-সব করি নিজের মতো করে। আমার মনে হয় প্রতিটি মেয়েই সমাজে স্বাধীনভাবে নিজেদের দেখতে চায়। সেই স্বাধীনতা আমার আছে বলেই আমি নিজেকে কুইন বলি।"

টানা শুটিংয়ের পর যখনই সময় মেলে, নিজের মতো করে সময় কাটান এই অভিনেত্রী। সম্প্রতি তাঁর কক্সবাজার ভ্রমণের খবরও ছিল শিরোনামে। তবে এই ভ্রমণের নাম সাদিয়া রেখেছেন আরও স্টাইলিশ! স্কুল বন্ধু নাজিয়া বিনতে আশরাফের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর নাম তিনি দিয়েছেন-'কুইন রিট্রিট'!

সাদিয়া জানান, "টানা কাজের পর একটা ব্রেক দরকার হয়। যেহেতু আমরা দুজনই নিজেদের কুইন ভাবি, তাই আমাদের ট্যুরের নাম রেখেছিলাম 'কুইন রিট্রিট'। এটা আসলে নিজেকে নিজেই দেওয়া একটা বিশেষ ট্রিট। আমরা স্বাধীনভাবে ঘুরতে গিয়ে দারুণ উপভোগ করেছি।" সাদিয়া স্বপ্ন দেখেন, সমাজে নারীর প্রতি বৈষম্য আরও কমবে এবং নারী আরও আত্মনির্ভরশীল হয়ে উঠবে।

চলতি বছর 'উৎসব' সিনেমায় অভিনয়ের মাধ্যমে তুমুল আলোচিত হয়েছেন সাদিয়া আয়মান। এর পাশাপাশি 'দেরি করে আসবেন', 'খুঁজি তোকে', 'মেঘ বৃষ্টি রোদ্দুর' ও 'প্লিজ গো' নাটকগুলোতেও তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে।