ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির বর্তমানে বেছে বেছে কাজ করছেন। গতানুগতিক গল্পের বাইরে তিনি এখন এক্সপেরিমেন্টাল চরিত্রে অভিনয়ের দিকে বেশি মনোযোগ দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার কাজের ধরন, ক্যারিয়ার এবং ভবিষ্যতে সিনেমায় কাজের ইচ্ছা নিয়ে কথা বলেছেন।
গতানুগতিক গল্পে আগ্রহ নেই
সাফা কবির বলেন, এখন তিনি কাজের ধরনে কিছুটা পরিবর্তন এনেছেন। তিনি বলেন, “বর্তমানে যেসব নাটকের প্রস্তাব আসছে, সেগুলোর গল্প সব একই ধরনের। নিজের মধ্যে কোনো আগ্রহ কাজ করে না।” তিনি দর্শকদের নতুন কিছু উপহার দিতে চান। সম্প্রতি তিনি বরিশালে ‘লেলিন’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন। এই কাজের মধ্য দিয়ে তিনি নিজেকে ভাঙার চেষ্টা করছেন।
অভিনেত্রী জানান, কাজের বাইরে বরিশালে আত্মীয়দের বাড়ি যাওয়া হয়নি, কারণ তার বংশের কেউ এখন সেখানে থাকেন না। তবে তিনি মনে করেন, সেখানে গেলে এক ধরনের শান্তি পান।
নিজেকে ভাঙার চেষ্টা
শোবিজ ক্যারিয়ারের পরিবর্তন প্রসঙ্গে সাফা বলেন, “আমি প্রতিনিয়ত চেষ্টা করছি নিজেকে ভেঙে নতুন করে গড়তে। একজন শিল্পী সবসময় সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে চায়।” তিনি জানান, এখন তিনি পরিণত গল্পের চরিত্রগুলোতে কাজ করার সুযোগ পাচ্ছেন এবং নিজেকে আরও মেলে ধরতে চান। তিনি বলেন, “সাধ্যমতো চেষ্টা করছি প্রতিটি নাটকে নিজের মধ্যে পরিবর্তন আনতে। বাকিটা দর্শকের হাতে। তারাই আসল বিচারক।”
পরিবারই আমার প্রেরণার উৎস
অভিনয়ে আসার পেছনে তার পরিবারের অবদানের কথা স্মরণ করে সাফা কবির বলেন, "আমার বাবা-মা দুজনেই আমাকে উৎসাহ দিয়েছেন। তারা কখনও তাদের ইচ্ছা আমার ওপর চাপিয়ে দেননি, বরং আমার ইচ্ছাটাকেই গুরুত্ব দিয়েছেন।" তার মা সবসময় তাকে পড়াশোনার পাশাপাশি অভিনয় করার কথা বলতেন এবং বাবা বলতেন, "তোমার যা ভালো লাগে তাই করো।"
সাফা কবির আরও বলেন, "সিনেমায় কাজ করার ইচ্ছা সবার মতো আমারও রয়েছে। আমি মানসিকভাবে প্রস্তুত আছি এবং এমন একটি গল্প দিয়ে বড় পর্দায় আসতে চাই, যেখানে নিজেকে উপস্থাপনের যথেষ্ট সুযোগ থাকবে।"