বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান সম্প্রতি তার ফিটনেস ও কাজ নিয়ে বেশ আলোচনায় আছেন। শাহরুখ ও আমিরের মতো অভিনেতারা দীর্ঘ বিরতির পর ফিরে এসে যখন বক্স অফিসে বাজিমাত করছেন, তখন সালমানের সাম্প্রতিক ছবি ‘সিকান্দার’ প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ২০০ কোটি বাজেটের এই ছবিটি মাত্র ১৮৩ কোটি রুপি আয় করে। এর ফলে এখন তার ভক্তদের আশা নতুন প্রজেক্ট ‘ব্যাটল অফ গালওয়ান’-এর ওপর।

তবে এই ছবির শুটিংয়েও বিপত্তি ঘটেছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, লাদাখে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর প্রথম শিডিউলের শুটিং চলাকালে সালমান খান আহত হয়েছেন।

লাদাখে আহত ভাইজান

জানা গেছে, লাদাখের ১০ ডিগ্রির কম তাপমাত্রা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে শুটিং করতে গিয়ে সালমান আঘাত পান। কম অক্সিজেন এবং খারাপ আবহাওয়ার মধ্যেও তিনি কাজ চালিয়ে যান, যার ফলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ কারণে মুম্বাই ফিরে তার বিশ্রাম নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।

মূলত মুম্বাইয়ে ছবির বেশিরভাগ অ্যাকশন দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু সালমানের চোটের কারণে সেই শিডিউল আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা দেখে অনেকে মনে করছেন যে, সালমান খান বয়সের ভারে ক্লান্ত হয়ে পড়েছেন। অথচ একই বয়সে শাহরুখ ও আমির দাপটের সঙ্গে কাজ করছেন।

‘ব্যাটল অফ গালওয়ান’

অপূর্ব লাখিয়া পরিচালিত এই সিনেমাটি ২০২০ সালে ভারত-চীন সীমান্তে ঘটে যাওয়া গালওয়ান সংঘর্ষের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি সালমানের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রজেক্ট হতে চলেছে। এই ছবির কাজ শেষ করার পর সালমান তার পরবর্তী সিনেমা ‘কিক-২’-এর কাজ শুরু করবেন।