গতকাল বৃহস্পতিবার রাতে অ্যামাজন প্রাইমে প্রচারিত হয়েছে কাজল দেবগন ও টুইঙ্কল খান্নার নতুন টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর প্রথম পর্ব। শুরুর এপিসোডেই অতিথি হিসেবে হাজির ছিলেন বলিউডের দুই সুপারস্টার আমির খান ও সালমান খান। নানা গল্প আর হাসি-ঠাট্টার মধ্যেই সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে করা মন্তব্য।
আলোচনার একপর্যায়ে টুইঙ্কল খান্না মজা করে বলেন, “সালমান নিজেই বলে সে ভার্জিন।” এ কথা শুনে সালমান মাথা নেড়ে সম্মতিও জানান। তখন টুইঙ্কল যোগ করেন, আমিরের সঙ্গে এ বিষয়ে কোনো মিল নেই, কারণ তিনি একাধিকবার বিয়ে করেছেন।
এটি অবশ্য সালমান খানের জীবনে নতুন কোনো বিতর্ক নয়। এর আগেও তিনি নিজেকে ‘ভার্জিন’ দাবি করেছেন। ২০১৩ সালে করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর প্রথম এপিসোডে ৪৭ বছর বয়সে সালমান বলেছিলেন, “আমার কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না। আমি সেই মানুষটার জন্য নিজেকে বাঁচিয়ে রাখব, যাকে একদিন বিয়ে করব।” করণ অবিশ্বাস নিয়ে প্রশ্ন করলে সালমান দৃঢ়ভাবে উত্তর দিয়েছিলেন, “হ্যাঁ, আমি ভার্জিন।” তবে মুচকি হেসে তিনি এটাও যোগ করেছিলেন, “আমার বন্ধু আছে, কিন্তু কোনো বেনিফিট নেই।”
তবে এবারের শোতে প্রেমিকাদের প্রসঙ্গ তুলতেই খানিক ভিন্ন সুরে কথা বলেন সালমান। তিনি জানান, “কিছু মানুষকে সম্পূর্ণ এড়িয়ে চলি, দৌড়ে পালিয়ে যাই। এটা অভদ্রতা নয়, বরং যাতে কারও মনে পুরোনো সম্পর্কের ছায়া না পড়ে।” যদিও সব সাবেক প্রেমিকা দূরে চলে গেছেন তা নয় তিনি বলেন, “সঙ্গীতা (বিজলানি) এখনো পরিবারের মতোই, সবসময় কাছের।”