ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলী আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন। সম্প্রতি তাদের একমাত্র ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ধারণ করেছেন শাকিব খান নিজেই।
ভাইরাল ভিডিও ও বুবলীর পোস্ট
ভিডিওতে দেখা যায়, মা বুবলীর সঙ্গে খুনসুটিতে মেতে আছে ছোট্ট শেহজাদ। এই মিষ্টি মুহূর্তটি ভিডিও করেছেন শাকিব খান। ভিডিওটি শেয়ার করে বুবলী ক্যাপশনে লিখেছেন, "লাড্ডু বাপজান ভাবসে ছবি তোলা হচ্ছে তাই পোজ দিয়ে আছে কিন্তু স্যার এর ড্যাডি যে ভিডিও করছে লাড্ডুটা বোঝে নাই।" এই ক্যাপশনে তিনি ছেলে এবং শাকিব খান দুজনের প্রতিই ভালোবাসা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাকিব ও বুবলী। তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২০২০ সালে। তবে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে আরও পরে, যখন তারা নিজেরাই তা ঘোষণা করেন। এই ভিডিওটি তাদের সম্পর্ক নিয়ে চলা দীর্ঘদিনের গুঞ্জনের মধ্যে নতুন করে আশার জন্ম দিয়েছে।