কলকাতার জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী সম্প্রতি তারকাদের বিচ্ছেদ নিয়ে সামাজিক মাধ্যমে চলমান আলোচনা প্রসঙ্গে কথা বলেছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ডিভোর্স শুধু শোবিজ তারকাদের ক্ষেত্রেই হয় না, বরং এটি সমাজের সব স্তরের মানুষের জীবনে ঘটে।
ইমন চক্রবর্তী বলেন, “যদি আপনাদের মনে হয় যে, শুধু আমাদেরই ডিভোর্স হয়, আর অন্য কোনো ইন্ডাস্ট্রিতে ডিভোর্স হয় না তাহলে আপনারা ঠিক। একদম ঠিক বলেছেন, শুধু আমাদেরই ডিভোর্স হয়। তার মানে ইন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির বাইরের সবাই খুব ভালো আছে।”
তিনি আরও বলেন, “যারা আইটিতে আছে, যারা ডাক্তার তারা খুব ভালো আছে, তাদের কোনো ডিভোর্স নেই। যদি আপনাদের এই ভাবনা ভেবে রাতের বেলা ভালো করে ঘুম হয়, তাহলে প্লিজ আপনারা ভালো করে ঘুমান।”
ইমন চক্রবর্তী বলেন, "এখন যদি আমাকে কেউ বিচার করতে আসে, সে তার সময় নষ্ট করবে।" তিনি বোঝাতে চাইলেন যে, অন্যকে বিচার করে কেবল নিজের সময়ই নষ্ট হয়। তার একমাত্র চাওয়া হলো—সবাই যেন ভালো থাকে, যে যেখানেই থাকুক।