এই নতুন মাতৃত্বের অভিজ্ঞতা নিয়েই এবার নিজের ৩৪তম জন্মদিন উদযাপন করলেন কিয়ারা। মা হওয়ার পর এটি তার প্রথম জন্মদিন, আর এই বিশেষ দিনে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার ভালোবাসায় ভরা আয়োজনে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি।
জন্মদিনের পরদিন সকালে নিজের ইনস্টাগ্রামে একটি আবেগময় বার্তা দিয়ে কিয়ারা লেখেন, "আমার জীবনের সেরা জন্মদিন কাটালাম।" সেই পোস্টের সঙ্গে যুক্ত ছিল একটি বিশেষ কেকের ছবি। সাদা রঙের সেই কেকের ওপরে ছিল একটি ছোট্ট পুতুল—যার কোলে জড়িয়ে আছে একটি শিশুপুতুল, যেন এক পরী তার সন্তানকে আগলে রেখেছে। এই কেকের থিমই যেন প্রতিফলিত করছিল কিয়ারার নতুন পরিচয়—একজন মা।
জন্মদিনে বলিউডের সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় ভেসে যান কিয়ারা। যদিও সারাদিন তিনি নিজের জন্মদিন নিয়ে কোনো পোস্ট দেননি, তবে পরদিন সকালে এই আবেগঘন পোস্টেই বোঝা গেছে—দিনটি তার কাছে কতটা বিশেষ ছিল।