বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীরা আজকাল সৌন্দর্যের সংজ্ঞা বদলাচ্ছেন। কেউ ভ্রু রাখছেন না, কেউ আবার আঁখিপল্লব উপড়ে ফেলছেন রীতিমতো স্টাইল স্টেটমেন্টের জন্য। কিন্তু এই ট্রেন্ডের বহু আগেই এমন পদক্ষেপ নিয়েছিলেন বলিউডের নতুন মুখ অনীত পাড্ডা 'সইয়ারা ছবির জনপ্রিয় নায়িকা।


এই মুহূর্তে বক্স অফিসে ঝড় তুলেছে ‘সইয়ারা’। অনীত এবং আহান পাণ্ডের রসায়নে মুগ্ধ দর্শকরা। অনেকেই বলছেন, অনেক দিন পরে বড় পর্দায় ফিরে এসেছে এক গাঢ় প্রেমের গল্প। আর এই গল্পের কেন্দ্রবিন্দুতে থাকা অনীতকে ঘিরেই এখন বলিউডে চলছে তুমুল চর্চা। তাঁর ঘন কালো চোখ, গোলাপি গাল আর গভীর চোখের পাতা মন জয় করেছে দর্শকের।

তবে এই ঘন ভ্রু আর আঁখিপল্লবই এক সময় নিজেই তুলে ফেলেছিলেন অনীত। এক পুরনো ঘটনার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, “স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল সেদিন। বাসায় ফিরে হঠাৎ মেকআপ তুলে ফেলতে শুরু করি। তারপর না জানি কী ভেবেনিজেই উভয় ভ্রু কামিয়ে ফেলি, এমনকি আটটা চোখের পলকও উপড়ে ফেলি!”

এমন কাণ্ড দেখে হকচকিয়ে গিয়েছিলেন তাঁর মা। অনীত বলেন, “মা বললেন, এ বার স্কুলে যাবি কী ভাবে? আমিও চিন্তায় পড়ে যাই। তবে হয়তো ভেতরে ভেতরে বুঝতে পারছিলামএটাই হতে চলেছে নতুন যুগের ধারা।

এখন, যখন অনেকেই নিজের ভ্রু ফ্যাশনের অংশ হিসেবে তুলে ফেলছেন, তখন অনীতের সেই দশ বছর আগের সিদ্ধান্ত যেন হয়ে উঠেছে সময়ের আগাম বার্তা।

‘সইয়ারা’র আগে অনীত কাজ করেছেন ওয়েব সিরিজ ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’-তে। বলিউডে তাঁর আত্মপ্রকাশ এখন শুধু আলোচনার কেন্দ্র নয়, ভবিষ্যতের প্রতিশ্রুতিও বটে।