বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে ঘিরে ফের জমেছে আলোচনা। শোনা যাচ্ছে, তিনি শিগগিরই দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। এরই মধ্যে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় সোনম নিয়মিত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন নিজের ছবি ও ব্যক্তিগত মুহূর্ত।

সম্প্রতি তিনি নতুন কিছু ছবি প্রকাশ করেন, যেখানে সাদা রঙের ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি শাড়িতে ধরা দিয়েছেন এক ভিন্ন আঙ্গিকে। কখনো খোলা চুলে মাটিতে হেলান দিয়ে, কখনো বা বসে ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে সোনম লিখেছেন, “বাংলার পুরোনো ঐতিহ্য ঢাকাই জামদানি শাড়িতে; এক সীমাহীন সৌন্দর্য।”

এই পোস্ট ঘিরে বাংলাদেশি ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। অনেকের মতে, সোনম কাপুর কেবল ফ্যাশন আইকন হিসেবেই নয়, বরং ঢাকাই জামদানির মতো ঐতিহ্যবাহী পোশাককে বিশ্বদরবারে নতুনভাবে উপস্থাপন করেছেন।