সিনেমা জগতের এক সময়ের সফল নায়িকা অপু বিশ্বাস জানিয়েছেন, তার ক্যারিয়ারের শীর্ষে থাকার সময়েও তাকে চরম অর্থকষ্টে ভুগতে হয়েছে। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

অপু বিশ্বাস বলেন, পুত্র জয়কে নিয়ে ভারত থেকে দেশে ফেরার পর তিনি আর্থিক সংকটে পড়েছিলেন। হাতে কোনো টাকা ছিল না, এমনকি ব্যাংকেও কোনো সঞ্চয় ছিল না। তিনি জানান, সেই সময় তিনি বুঝতে পেরেছিলেন যে যাদের আর্থিক অভাব আছে, তাদের প্রতিটি দিন কীভাবে হিসেব করে চলতে হয়। সেই অভিজ্ঞতা থেকে তিনি নিজেও এখন মিতব্যয়ী জীবনযাপন করেন।

অভিনেত্রী জানান, যখন তিনি নিয়মিত কাজ করতেন, তখন শখ করে প্রচুর সোনার গয়না কিনতেন। তিনি বলেন, “তখন তো কিনতাম শখ পূরণের জন্য। কিন্তু সেই গয়নাগুলোই যে আমার এমন বাজে পরিস্থিতিতে কাজে লাগবে, তা কখনো কল্পনাও করিনি।” সেই সময়ে তিনি তার অনেকগুলো সোনার গয়না বিক্রি করে ভালো অঙ্কের টাকা পান, যা দিয়ে তিনি তার কঠিন পরিস্থিতি সামাল দেন। এরপর আবার কাজে ফিরে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেন।