জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান কনসার্ট থেকে সরে দাঁড়ানোর আকস্মিক সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে অস্ট্রেলিয়ায় সফররত এই তারকা সম্প্রতি এক কনসার্টে ভক্তদের সামনে এই ঘোষণা দেন।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাহসান বলেন, “এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?” তিনি আরও জানান, ইতিমধ্যেই নিজের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছেন।

শারীরিক সমস্যা ও ক্যারিয়ারের সিদ্ধান্ত

অভিনয় ও সংগীত থেকে ধীরে ধীরে সরে আসার পেছনে শারীরিক সমস্যাকে বড় কারণ হিসেবে উল্লেখ করেন তাহসান। কিছুদিন আগে তিনি জানান, তার কণ্ঠনালিতে ‘হেটেরোটোপিয়া’ নামের একটি রোগ বাসা বেঁধেছে, যার কারণে গলার কাঠামো পরিবর্তিত হচ্ছে এবং গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা কমছে।

২০১৮ সাল থেকেই তিনি এই সমস্যার কথা জানতেন এবং তখন ভক্তদের উদ্দেশে বলেছিলেন, যদি কখনো দেখেন তিনি কনসার্ট বা লাইভ শো কমিয়ে দিয়েছেন, তাহলে যেন তার জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য, তাহসান তার সংগীত জীবন শুরু করেছিলেন ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে। এরপর তিনি একক শিল্পী হিসেবে এবং ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে কাজ করেছেন। গত বছর তিনি অভিনয় থেকেও সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।