তানজিকা আমিনের জোড়া ধামাকা: 'ডিমলাইট' ও 'অমীমাংসিত'!
ওটিটির হাত ধরে নতুন ফ্যান-ফলোয়ার, আর পার্টনারকে নিয়ে কী বললেন 'মহানগর ২'-এর মিতু?

ডিসেম্বর মাসটা অভিনেত্রী তানজিকা আমিনের জন্য হতে চলেছে দ্বিগুণ আনন্দের। কারণ, মাত্র চার দিনের ব্যবধানে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত দুটি আলোচিত ওয়েব সিনেমা-চরকি অরিজিনাল 'ডিমলাইট' (১১ ডিসেম্বর) এবং আইস্ক্রিন অরিজিনাল 'অমীমাংসিত' (১৫ ডিসেম্বর)। এক ঝলকে যেন পর্দার বাইরেও নিজের কাজের জোড়া ধামাকা দেখাচ্ছেন এই তারকা।

গৃহিণী থেকে সাংবাদিক: তানজিকার দুই রূপ
'ডিমলাইট'-এ তানজিকা অভিনয় করেছেন তানিয়া নামে এক গৃহিণীর চরিত্রে। শিক্ষিত হয়েও সংসারের চাপে চাকরি করতে না পারা এই চরিত্রটি নিয়ে তিনি বলেন, "একজন হাউস ওয়াইফের জীবনেও নানান টানাপোড়েন থাকে। সবাইকে দেখভাল করার এই চরিত্রটি আসলেই খুব চ্যালেঞ্জিং।" এই সিনেমায় তাঁর স্বামীর চরিত্রে আছেন জনপ্রিয় তারকা মোশাররফ করিম, যার সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের বলে জানান তানজিকা।

অন্যদিকে, রায়হান রাফীর 'অমীমাংসিত' ওয়েব সিনেমায় তিনি একজন খুন হওয়া সাংবাদিক দম্পতির অংশ। তানজিকা জানান, চরিত্রটি বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ ছিল সবচেয়ে বেশি, কারণ মানুষ ঘটনাটির কাছাকাছি গল্প জানে। দীর্ঘ দেড় বছর সেন্সর জটিলতার পর অবশেষে এটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।

ওটিটি দিয়েছে নতুন পরিচিতি,বেড়েছে বাজেট
দুই দশকের ক্যারিয়ারে বহু নাটক ও সিনেমায় কাজ করলেও তানজিকা আমিন এখন নজর কেড়েছেন ওটিটি প্ল্যাটফর্মে। বিশেষ করে আশফাক নিপুনের 'মহানগর ২'-এ মিতু চরিত্রটি তাঁকে দিয়েছে আলাদা পরিচিতি।

তানজিকা মনে করেন, ওটিটি তাঁকে নতুন দর্শক দিয়েছে। তিনি বলেন, "আমি বলব, ওটিটিতে আমার একটু আলাদা ফ্যান–ফলোয়ার হয়েছে। নাটকের বাইরে নতুন দর্শক তৈরি হয়েছে। নিজেকে দেখানোর সুযোগ পাচ্ছি।" তিনি মনে করেন, বাজেটই টিভি নাটক ও ওটিটির মূল পার্থক্য গড়ে দিয়েছে। যেখানে নাটকের বাজেট তলানিতে ঠেকছে, সেখানে ওটিটিতে বাজেট বেশি থাকায় গল্প ও কাজের মান উন্নত হচ্ছে।

পার্টনার আমাকে বোঝে, সম্মান করে
ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের উত্তরে তানজিকা আমিন দিলেন মিষ্টি উত্তর। এক বছর ধরে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী। তিনি বলেন, "আমরা ভালো আছি। আমাদের এক বছর হয়েছে। শত বছর যেন পূর্ণ করতে পারি। আমার পার্টনার আমাকে ভালোভাবে বোঝে, আমাকে সম্মান করে। আমিও আরাম করে কাজ করতে পারছি, এই রকম যেন থাকে-সবার কাছে দোয়া চাই।"

এখন নিয়মিত সিনেমা করতে চান তানজিকা। রাজীব সালেহীনের 'রবি ইন ঢাকা' সিনেমাটি আসছে পয়লা বৈশাখে। বোঝাই যাচ্ছে, ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার-দুই দিকেই তানজিকা আমিন এখন দারুণ স্বচ্ছন্দ এবং সফলতার শিখরে।