জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার একক নাটক ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’ নিয়ে বেশ উচ্ছ্বসিত। এই নাটকে তার ভিন্ন ধরনের উপস্থাপন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তিশা জানান, এটি তার অভিনয় জীবনের একটি অন্যরকম কাজ। দর্শক এবং সমালোচক উভয় মহল থেকেই তিনি বেশ ভালো সাড়া পাচ্ছেন।

তিশা বলেন, তিনি এখন বেছে বেছে কাজ করছেন, তাই তার হাতে কাজের সংখ্যাও কম। এ বিষয়ে তিনি বলেন, "নিজের সিদ্ধান্তে অটল থাকার কারণেই হাতে কম কাজ। দেখা যাচ্ছে, ১০টি কাজের প্রস্তাব পাচ্ছি, যার আটটি গল্পই যাচ্ছে-তাই।" তাই সব প্রস্তাব গ্রহণ না করে, ভালো কাজের জন্য অপেক্ষা করছেন তিনি।

অভিনয়কে পেশা হিসেবে নিলেও হাতে কাজ কম থাকাটা তার জন্য কষ্টের, তবে এই সিদ্ধান্তে তিনি অনড়। তিশা জানান, ভালো কাজের জন্য সবরকম কষ্ট মেনে নিতে তিনি প্রস্তুত।

একক নাটকে নিয়মিত হলেও তিশাকে ধারাবাহিকে খুব বেশি দেখা যায় না। এ প্রসঙ্গে তিনি বলেন, “ধারাবাহিক নাটক মানেই একই গল্প আর চরিত্রের মধ্যে অনেকদিন নিজেকে আটকে রাখা। এজন্য অনেকে ধারাবাহিকে অভিনয় করতে চান না। কিন্তু ধারাবাহিকে কাজ করায় আমার আপত্তি নেই, কারণ অভিনয় আমার পেশা।