জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব এবার ম্যারাথনে অংশ নিয়ে ২ ঘণ্টা ৪৭ মিনিটে ২১ কিলোমিটার দৌড় শেষ করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর হাতিরঝিলে অ্যাক্টিভ প্লাস বাংলাদেশ আয়োজিত ‘হাফ ম্যারাথন ২০২৫’-এ তিনি কয়েক হাজার দৌড়বিদের সঙ্গে অংশ নিয়েছিলেন। এই ম্যারাথন জয়ের পর অভিনেতা নতুন কিছু করার স্বপ্ন দেখছেন।

কোভিড পরবর্তী চ্যালেঞ্জ

তৌসিফ জানান, কোভিড-১৯-এর কারণে তার ফুসফুসের ৩৫ শতাংশ সংক্রমিত হয়েছিল। এর ফলে তিনি মাত্র পাঁচ মিনিট হাঁটলেই হাঁপিয়ে উঠতেন। এমন পরিস্থিতিতে ২১ কিলোমিটার দৌড়ানো তার জন্য সহজ ছিল না, বরং প্রায় অসম্ভব ছিল। তার পরেও তিনি হাল ছাড়েননি। তিনি বলেন, “আমি দেখছিলাম, অনেকেই পারছিলেন না; মাঝপথে অসুস্থ হয়ে যাচ্ছিলেন। তারপরেও আমি থামিনি, পুরো ২১ কিলোমিটারই শেষ করেছি।” আয়োজক তানভীর ভাইয়ের উৎসাহের কারণেই তিনি এই ঝুঁকি নিতে পেরেছিলেন বলে জানান।

নিজের জন্য নতুন লক্ষ্য

তৌসিফ মাহবুব বলেন, এই অর্জন তিনি কেবল নিজের জন্য করেছেন। তিনি বলেন, “অভিনয়ের বাইরে ব্যক্তি তৌসিফের আরো অনেক কিছু পাবার আছে। এই ম্যারাথন দৌড় তারই একটা।” এর আগে তিনি ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নিয়েছিলেন। অভিনেতা জানান, তার আরও কিছু ছোট ছোট লক্ষ্য আছে, যেমন এভারেস্টে ওঠা। এই ম্যারাথনটি সেই লক্ষ্য পূরণের একটি ছোট্ট প্রয়াস।

ফিলিস্তিনের প্রতি সংহতি

ম্যারাথন চলাকালীন ফিলিস্তিনের পতাকা হাতে নেওয়া প্রসঙ্গে তৌসিফ বলেন, “ম্যারাথনের মাঝপথে দেখি, একজন ভাই (দৌড়বিদ) ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে দৌড়াচ্ছেন। সেটা দেখে আমি খুব অনুপ্রাণিত হই এবং তার কাছে অনুরোধ করি পতাকাটা দেওয়ার জন্য।” সেই পতাকাটি নিয়েই তিনি পুরো ২১ কিলোমিটার দৌড় শেষ করেন।