দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা থালাপতি বিজয়ের অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’ মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনো। আগামী ৯ জানুয়ারি মুক্তির কথা থাকলেও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে সেন্সর সার্টিফিকেট না পাওয়ায় আগেই ছবিটির মুক্তি স্থগিত করে প্রযোজনা প্রতিষ্ঠান। এই প্রেক্ষাপটে বিজয় স্পষ্ট জানিয়ে দিলেন, কোনো চাপের কাছেই তিনি মাথা নত করবেন না।

রোববার তামিলনাড়ুর মহাবালিপুরমে তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের রাজ্য ও জেলা পর্যায়ের নির্বাহী ক্যাডারদের নিয়ে এক পরামর্শ সভায় এসব কথা বলেন তিনি। সভাটি ছিল সরব ও উদ্দীপনায় ভরপুর, যদিও বিজয় সাম্প্রতিক সময়ে একাধিক রাজনৈতিক ও আইনি চাপে রয়েছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে কারুরে বিজয়ের এক রাজনৈতিক সমাবেশে ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত ৪১ জনের মৃত্যু এবং প্রায় ১০০ জন আহত হন। ওই ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) তাঁকে দুবার জিজ্ঞাসাবাদ করেছে। এত কিছুর পরও রোববারের সভায় বিজয়কে আত্মবিশ্বাসী ও দৃঢ় মনোভাবেই দেখা গেছে।

সেন্সর জটে আটকে ‘জন নায়াগান’

বিজয়ের শেষ চলচ্চিত্র ‘জন নায়াগান’ এখনো সিবিএফসি থেকে ছাড়পত্র পায়নি। তাঁর সক্রিয় রাজনৈতিক যাত্রার সময়েই সেন্সর জট তৈরি হওয়ায় বিষয়টি ঘিরে জনমত ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এ সংক্রান্ত মামলায় আগামী ২৭ জানুয়ারি হাইকোর্টের রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে।

‘চাপের কাছে নত হব না’

সভায় আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে ‘গণতান্ত্রিক যুদ্ধ’ হিসেবে আখ্যা দেন বিজয়। তিনি বলেন, “আমরা কোনো চাপের কাছে মাথা নত করি না। এই মুখটা কি দেখে মনে হয়, চাপের কাছে নত হবে?” তাঁর এই বক্তব্যকে রাজনৈতিক স্বাধীনতার বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, অন্য কোনো দলের সঙ্গে জোট না করেই নির্বাচনে লড়বে টিভিকে।

দলের প্রতীক ও সমর্থকদের উচ্ছ্বাস

সভায় নির্বাচন কমিশন থেকে বরাদ্দ পাওয়া দলের প্রতীক ‘শিস’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন বিজয়। প্রতীক উন্মোচনের মুহূর্তে সমর্থকেরা একযোগে শিস বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ভিড়ের আবেগে আপ্লুত হয়ে বিজয় হাসতে হাসতে কান ঢেকে ফেলেন এবং পরে নিজেও শিস বাজান।

সিনেমা থেকে রাজনীতির পথে

বক্তব্যে বিজয় তাঁর সিনেমা থেকে রাজনীতিতে আসার পথচলার কথাও তুলে ধরেন। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, “৩০ বছর ধরে এই দলগুলো আমাদের ছোট করে দেখেছে। কিন্তু আমার ক্যারিয়ারের শীর্ষ সময়ে জনগণই আমাকে এই জায়গায় নিয়ে এসেছে।”

‘বিগিল’-এর সংলাপে নির্বাচনী ইঙ্গিত

২০১৯ সালের জনপ্রিয় সিনেমা ‘বিগিল’-এর বিখ্যাত সংলাপ উদ্ধৃত করে বিজয় বলেন, “কাপ মুখ্যাম বিগিল।” অনেক সমর্থকই এটিকে আসন্ন নির্বাচনে জয়ের ইঙ্গিত হিসেবে দেখছেন। তাঁদের মতে, নতুন দল হিসেবে টিভিকের জন্য এই নির্বাচন হতে পারে একটি বড় টার্নিং পয়েন্ট।

২৭ জানুয়ারির রায়ের অপেক্ষা

‘জন নায়াগান’–এর সেন্সর জট সংক্রান্ত মামলার রায় ২৭ জানুয়ারি ঘোষণা হওয়ার কথা। এই রায় বিজয়ের চলচ্চিত্রজীবনের শেষ অধ্যায় এবং তাঁর সক্রিয় রাজনৈতিক ভবিষ্যৎ, দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।