গায়ক ও অভিনেতা তাহসান এবং লাক্স তারকা মিম দুজনই নিজ নিজ ক্ষেত্রে সফল। তাহসান এখন অভিনয় কমিয়ে গান ও কনসার্টে বেশি মনোযোগ দিচ্ছেন। অন্যদিকে, মিম 'পরাণ'-এর মতো সিনেমায় সফলতার পর চলচ্চিত্রের ব্যস্ততম তারকাদের একজন।

এই দুই তারকা তিন বছর আগে তিনটি নাটকে একসঙ্গে কাজ করেছিলেন: ‘আদার হাফ’, ‘অবশেষে’ এবং ‘মরিবার হলো তাঁর সাধ’। এরপর তাদের আর একসঙ্গে পর্দায় দেখা যায়নি। দীর্ঘ বিরতির পর আবারও তারা ক্যামেরার সামনে দাঁড়ালেন একটি নতুন বিজ্ঞাপনের জন্য। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আশিকুর মাহবুব।

মিম সমকালকে বলেন, "তাহসান ভাইয়ের সঙ্গে প্রায় তিন বছর পর কাজ করছি। মনেই হয়নি এত সময় কেটে গেছে। বিজ্ঞাপনটির ধারণা খুবই সুন্দর। আশা করি, দর্শকরা অনেকদিন পর আমাদের একসঙ্গে দেখে খুশি হবেন।"

তিনি আরও জানান যে চলতি মাসেই বিজ্ঞাপনটি প্রচারিত হবে। এদিকে, তাহসান তাঁর ২৫ বছরের সংগীতজীবন উদযাপন করতে এক মাসের জন্য অস্ট্রেলিয়া সফরে যাবেন। অন্যদিকে, মিম নতুন সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন।