৭ দিন পর চোখ খুললেন অভিনেতা তিনু করিম! লাইফ সাপোর্ট থেকে ফিরলেন, স্বস্তির নিঃশ্বাস বিনোদন জগতে।
বরিশালে হঠাৎ অসুস্থ হয়ে সংকটাপন্ন ছিলেন দুই দশকের জনপ্রিয় এই অভিনেতা, পাশে দাঁড়াল রাষ্ট্র ও 'অ্যাক্টরস ইকুইটি'।

দীর্ঘ এক সপ্তাহের উৎকণ্ঠা আর প্রার্থনা শেষে অবশেষে কিছুটা স্বস্তির খবর এলো অভিনেতা তিনু করিমের স্বাস্থ্য নিয়ে। লাইফ সাপোর্টে থাকা এই অভিনেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আজ সকালে তিনু করিম চোখ খুলেছেন বলে তাঁর স্ত্রী হুমায়রা নওশিন নিশ্চিত করেছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে এখনো দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

হুমায়রা নওশিন বলেন, "সকালে চোখ খুলেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এটি উন্নতির লক্ষণ। তবে পুরোপুরি সুস্থ হতে বেশ খানিকটা সময় লাগবে।"

হঠাৎ অসুস্থতা এবং সংকটাপন্ন লড়াই
দুই যুগ ধরে অভিনয়ে থাকা জনপ্রিয় এই অভিনেতা গত ৮ নভেম্বর বরিশালে গ্রামের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ায় ২৪ নভেম্বর তাঁকে ঢাকায় আনা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। মাঝখানে কিছুটা উন্নতি হওয়ায় কেবিনে নেওয়া হলেও, গত ৩ ডিসেম্বর রক্তচাপ ও সুগার লেভেল কমে যাওয়ায় তিনি জ্ঞান হারান এবং দ্রুত তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেই কঠিন লড়াইয়ের পর আজ এই স্বস্তির খবর।

পাশে দাঁড়াল বিনোদন জগৎ ও রাষ্ট্র
অভিনেতার এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছে ছোট পর্দার অভিনয়শিল্পীদের সংগঠন 'অ্যাক্টরস ইকুইটি', যারা ইতিমধ্যেই চিকিৎসার জন্য এক লাখ টাকা সহায়তা পাঠিয়েছে। শুধু তাই নয়, অভিনেতার চিকিৎসায় রাষ্ট্রও এগিয়ে এসেছে। জানা গেছে, আজ বিকেলে এক বিবৃতির মাধ্যমে এই সহায়তা বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

২০০১ সালে 'সাক্ষর' নাটক দিয়ে টিভি পর্দায় অভিষেক হওয়া তিনু করিম একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন দিয়ে ব্যাপক পরিচিতি পান। এরপর 'রাত জাগা ফুল', 'আলতা বানু'সহ অসংখ্য নাটক ও সিনেমায় তিনি অভিনয় করেছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য পুরো বিনোদন জগৎ এবং অনুরাগীরা প্রার্থনা করছেন।