ছবি - তানজিন তিশার ফেইসবুক পেইজ
তানজিন তিশার টালিউড অভিষেক, নায়ক ‘থ্রি ইডিয়টস’-এর শারমন যোশি
বিনোদন ডেস্ক
বাংলাদেশের জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা এবার পা রাখতে চলেছেন টালিউডে। তার সঙ্গে জুটি বেঁধে বাংলা সিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে বলিউডের পরিচিত মুখ শারমন যোশির। নির্মিত হতে যাওয়া নতুন সিনেমাটির নাম ‘ভালোবাসার মরশুম’, পরিচালনায় রয়েছেন ‘রাবণ’ খ্যাত পরিচালক এম এন রাজ।
সিনেমাটির আরেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন তিনজন: শারমন যোশি (আবির), তানজিন তিশা (হিয়া) এবং সুস্মিতা (পারমিতা)।
সিনেমাটিতে প্রেম, আবেগ ও সম্পর্কের টানাপোড়েনের এক গল্প তুলে ধরা হবে। কলেজে পড়ার সময় ছাত্রী হিয়া তার শিক্ষক আবিরকে ভালোবেসে ফেলে। আবির তখনও তার প্রাক্তন প্রেমিকা পারমিতাকে ভুলতে পারেননি। ধীরে ধীরে আবির হিয়ার প্রতি দুর্বল হয়ে পড়েন এবং তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের পর আবিরের আচরণে পরিবর্তন আসে। তিনি হিয়াকে এড়িয়ে চলতে থাকেন। হিয়া বুঝে উঠতে পারে না—এই দূরত্বের কারণ কী। এক জটিল আবেগঘন দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যাবে ছবির কাহিনি।
পরিচালক জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের শুরুতে সিনেমার শুটিং শুরু হবে ভারতের দার্জিলিং এবং মুর্শিদাবাদে। শুটিংয়ের বড় একটি অংশ হবে পাহাড়ঘেরা লোকেশনে। মুক্তির পরিকল্পনা রাখা হয়েছে ২০২৬ সালের পূজায়।
ছবি - ফেসবুক
এই সিনেমার জন্য শারমন যোশি বর্তমানে বাংলা ভাষা শিখছেন। এর আগে তিনি সরাসরি বাংলা ভাষার কোনো সিনেমায় কাজ না করলেও, বাংলা সিনেমার হিন্দি রিমেক ‘গ্যাং অব গোস্টস’-এ কাজ করেছেন। তিনি বাংলা সিনেমা ও সংস্কৃতির ভক্ত, এবং এই নতুন অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত।
তানজিন তিশার জন্য এই সিনেমা তার প্রথম আন্তর্জাতিক প্রজেক্ট, যেখানে তিনি ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে নাটক, মিউজিক ভিডিও ও ওয়েব সিরিজে কাজ করে দর্শকদের কাছে প্রশংসিত তিশার এই রূপালি পর্দায় অভিষেক তার ক্যারিয়ারের জন্য বড় মাইলফলক হয়ে উঠতে পারে।
সিনেমাটিতে শুরুর দিকে বাংলাদেশের আরেক অভিনেতা খায়রুল বাসার-এরও থাকার কথা ছিল। তবে শিডিউল জটিলতার কারণে তিনি শেষপর্যন্ত সিনেমাটি থেকে সরে দাঁড়ান। পরিচালক জানান, অগ্রিম পারিশ্রমিক নেওয়ার পরও কাজ না করায় বিষয়টি বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে। যদিও খায়রুল বাসার জানিয়েছেন, তিনি টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন এবং যোগাযোগ সমস্যার কারণেই ভুল বোঝাবুঝি হয়েছে।
‘ভালোবাসার মরশুম’ প্রযোজনা করছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করছেন এম এন রাজ নিজেই। অ্যাকশন ঘরানার চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা থাকলেও, এবার তিনি নির্মাণ করছেন একেবারেই ভিন্নধর্মী একটি প্রেমের গল্প।