ছোটপর্দার জনপ্রিয় মুখ, অভিনেত্রী ও মডেল মুমতাহিনা চৌধুরী টয়া এখন অবসর সময় কাটাচ্ছেন শ্রীলঙ্কার মনোরম আহানগামা সৈকতে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিমায় তোলা ছবি পোস্ট করে আবারো সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন তিনি।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে টয়া লিখেছেন, "From Castle to Cool"। সমুদ্রপাড়ের সেই ঝলমলে মুহূর্তগুলো দেখে মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা। ছবিগুলোর প্রতি এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে। কেউ লিখেছেন"ভালোবাসা অবিরাম", আরেকজন মন্তব্য করেছেন "খুব সুন্দর লাগছে!"
টেলিভিশনের ব্যস্ততম এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে কিছুটা দূরে। তবে জানা গেছে, সামনে বেশ কয়েকটি নতুন প্রজেক্টে কাজ করার কথা চলছে, শিগগিরই পর্দায় ফিরবেন তিনি।
টয়া শুধু নাটক ও ধারাবাহিকেই নয়, মডেলিং ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন। তার শুরুটা হয়েছিল ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়, যেখানে তিনি পঞ্চম স্থান অর্জন করেন।
১৯৯১ সালের ২৪ এপ্রিল রাঙামাটিতে জন্ম নেওয়া টয়া বেড়ে উঠেছেন একটি মুসলিম পরিবারে। দুই বোনের মধ্যে তিনি ছোট। তার বাবা ব্যবসায়ী, আর মা স্কুলশিক্ষিকা।
ব্যক্তিগত জীবনে টয়া বিবাহিত। অভিনেতা সায়েদ জামান শাওনের সঙ্গে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বিয়ে করেন তিনি। তাদের প্রেমের শুরুটা হয়েছিল ২০১৯ সালে, ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে গিয়ে।