‘টুয়েলভথ ফেল’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন বিক্রান্ত ম্যাসি। গত মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে পুরস্কার গ্রহণ করেন তিনি। একই পুরস্কার পেয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বিক্রান্ত জানান, জাতীয় পুরস্কার পাওয়া তার জীবনের জন্য এক অনন্য অনুভূতি। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “ঘরে ফিরে মনে হয়েছে, সত্যিই আমার জীবনে এটি ঘটেছে। বহুদিনের স্বপ্ন পূরণ হলো।”

তিনি আরও জানান, ২০২১ সালে একটি টেলিভিশন ধারাবাহিকের শুটিং শেষ করে বরোদা থেকে ফিরছিলেন, তখন থেকেই এই স্বপ্ন গড়ে তুলতে শুরু করেছিলেন। পুরস্কার তাঁর কাছে শুধু আনন্দের নয়, বরং আরও দায়িত্ববোধও জাগিয়েছে। “এখন আমার কাজকে আরও নিখুঁতভাবে করা, সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠা, নির্বাকদের কণ্ঠস্বর হওয়া এবং দর্শককে অনুপ্রাণিত করার দায়িত্ব আরও বেশি,” যোগ করেন তিনি।

বিক্রান্ত ব্যাখ্যা করেন, সময়ের সঙ্গে সঙ্গে তার কাছে সফলতার সংজ্ঞাও বদলেছে। “২০ বছর আগে ক্যারিয়ার শুরু করার সময় সফলতার মানে ছিল ভিন্ন। এখন আমার কাছে সফলতা মানে হলো সেই জীবন যাপন করা, যা আমি স্বপ্নে কল্পনা করেছি। শুধু পুরস্কার বা জনপ্রিয়তা নয় পরিবারের সঙ্গে থাকা, শান্তিতে ঘুমানো, সন্তানের সুন্দর লালন, বিশ্বের ভ্রমণ এবং জীবনের ছোট ছোট ইচ্ছা পূরণ এসবই এখন আমার সফলতার মাপকাঠি।”

আগামীতে বিক্রান্তকে গুরুদেব শ্রীশ্রী রবিশঙ্করের জীবনভিত্তিক একটি ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে। এই চরিত্রের জন্য তাকে শারীরিক রূপান্তরের মধ্য দিয়ে যেতে হয়েছে; দীর্ঘদিন দাড়ি না কেটে রবিশঙ্করের রূপে নিজেকে গড়ে তুলেছেন। বিক্রান্ত বলেন, “এটি একটি বিশেষ ছবি। কলম্বিয়ার প্রেক্ষাপটে ৫২ বছরের গৃহযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। অভিনয় চাপসাপেক্ষ হলেও, নির্মাতার পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ আসেনি। সবকিছু ঠিকঠাক চলছে, বাকিটা দর্শকই বলবেন।”